গাজা সিটিতে দুর্ভিক্ষের খবর এই প্রথম নিশ্চিত করছে জাতিসংঘ, দাবি প্রত্যাখ্যান ইসরায়েলের

গাজা সিটিতে দুর্ভিক্ষ হয়েছে বলে প্রথমবারের মতো নিশ্চিত করছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
আইপিসি জানায়, তারা খাদ্য সংকটের মাত্রা বাড়িয়ে পঞ্চম ধাপে উন্নীত করেছে। এটি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সর্বোচ্চ ও ভয়াবহ স্তরকে নির্দেশ করে।
সংস্থাটির দাবি, গাজা সিটি ও আশপাশের এলাকাতে নিশ্চিতভাবেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এছাড়া সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিসে 'বিপর্যয়কর পরিস্থিতি' ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আইপিসি জানায়, তারা নিজেরা আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে না। সরকার ও সংস্থাগুলোকে দুর্ভিক্ষ সংক্রান্ত বিবৃতি বা ঘোষণা দিতে সহায়ক বিশ্লেষণধর্মী উপাত্ত প্রদান করে।
এদিকে আইপিসির সর্বশেষ প্রতিবেদনে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিসহ অন্যান্য তথ্য ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
ইসরায়েলের সামরিক সংস্থা কগাট (কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ) এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রতিবেদনটি মিথ্যা এবং হামাস নামের সন্ত্রাসী সংগঠন থেকে পাওয়া আংশিক, পক্ষপাতদুষ্ট তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা।'
তারা আরও জানায়, আইপিসির মূল্যায়ন একপেশে এবং গাজায় নেওয়া 'বিস্তৃত মানবিক সহায়তা কার্যক্রমকে অবমূল্যায়ন করেছে।'
গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৯ হাজার শিশু।