‘প্রত্যেক নিহত ইসরায়েলির বদলে ৫০ জন করে ফিলিস্তিনির মৃত্যু হওয়া উচিৎ’: সাবেক ইসরায়েলি গোয়েন্দা প্রধান

হামাসের ৭ অক্টোবরের হামলার পর প্রতিটি নিহত ইসরায়েলির জন্য ৫০ জন ফিলিস্তিনির মৃত্যু হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান আহারোন হালিভা।
সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ গণহারে ফিলিস্তিনিদের হত্যার পরিকল্পনা সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ফাঁস করেছে।
সম্প্রচারিত হওয়া সেই রেকর্ডিংয়ে হালিভাকে বলতে শোনা যায়, '৭ অক্টোবরের হামলায় নিহত প্রত্যেক ইসরায়েলির বদলে ৫০জন ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে। এখন তারা শিশু হোক বা না হোক তা কোনো বিষয় নয়'।
গাজার মৃতের সংখ্যা ৫০হাজারেরও বেশি উল্লেখ করে হালিভা বলেন, এটি 'ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা' হিসেবে 'প্রয়োজনীয়' ছিল।
তিনি আরও বলেন, 'তাদের মাঝে মাঝে একটি 'নাকবা' অনুভব করা প্রয়োজন, যাতে তারা ইসরায়েলিদের ওপর হামলা চালানোর মূল্য বুঝতে পারে'।
নাকবা আরবি ভাষায় 'বিপর্যয়' অর্থে ব্যবহৃত হয়। এটি ইসরায়েল প্রতিষ্ঠার পর ৭ লক্ষাধিক ফিলিস্তিনিকে তাদের বাড়ি ও জমি থেকে বিতাড়িত ও গণ বাস্ত্যচুতির ঘটনার সঙ্গে সম্পর্কিত।
যদিও চ্যানেল ১২ প্রকাশ করেনি যে কীভাবে তারা রেকর্ডিংগুলো পেয়েছে বা হালিভা কার সঙ্গে কথা বলছিলেন।
ইসরায়েলিদের মধ্যে হালিভাকে বর্তমান সরকার এবং তার অতি-ডানপন্থী মন্ত্রী যেমন বেজালেল স্মোট্রিচ ও ইটামার বেন-গভির সমালোচক হিসেবে মধ্যমপন্থী হিসেবে দেখা হয়, যা রেকর্ডিংয়ে তিনি নিজেই উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল। ওই ব্যর্থতার দায় নিয়ে গত বছর এপ্রিল মাসে পদত্যাগ করেন আহারোন হালিভা।