মঙ্গল অভিযানে নভোচারীদের চিকিৎসা দিতে এআই চিকিৎসা সেবা চালু করবে গুগল-নাসা

গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা সেবা তৈরি করছে নাসা। এই পরীক্ষামূলক সিস্টেমটি বিশেষ করে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে নভোচারীদের অসুস্থতার লক্ষণ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসায় সহায়তা করবে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা হিউস্টনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঔষধ সরবরাহ এবং ছয় মাসের মধ্যে দ্রুত ফিরে আসার সুবিধা ভোগ করেন। তবে, নাসা এবং তার বাণিজ্যিক অংশীদার যেমন এলন মাস্কের স্পেসএক্স, যখন চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘমেয়াদী মিশন পরিচালনার পরিকল্পনা করছে, তখন এসব সুবিধা আরও সীমিত হতে পারে।
এই নতুন বাস্তবতা মোকাবিলায় নাসা ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে মহাকাশে চিকিৎসা সেবাকে 'পৃথিবী-স্বাধীন' করার। এর অংশ হিসেবে গুগলের সঙ্গে যৌথভাবে তৈরি এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'ক্রু মেডিক্যাল অফিসার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (সিএমও-ডিএ)' পরীক্ষামূলকভাবে চালু করা হবে, যা চিকিৎসক অনুপস্থিতি বা যোগাযোগ বিচ্ছিন্নতার ক্ষেত্রে নভোচারীদের চিকিৎসায় সহায়তা করবে।
এই বহুমুখী টুলটি বক্তৃতা, লেখা ও চিত্রসহ বিভিন্ন ফরম্যাটে কাজ করে এবং গুগল ক্লাউডের ভেরটেক্স এআই প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। গুগলের পাবলিক সেক্টর ব্যবসা ইউনিটের কাস্টমার ইঞ্জিনিয়ার ডেভিড ক্রুলি টেকক্রাঞ্চকে জানান, এটি একটি নির্দিষ্ট মূল্যের গুগল পাবলিক সেক্টর সাবস্ক্রিপশন চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে, যা ক্লাউড সার্ভিস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অবকাঠামো এবং মডেল ট্রেনিংয়ের খরচ অন্তর্ভুক্ত করে।
নাসা এই অ্যাপটির সোর্স কোডের মালিকানা রাখে এবং মডেলগুলোর নিখুঁতকরণে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। গুগল ভেরটেক্স এআই প্ল্যাটফর্ম গুগল ও অন্যান্য তৃতীয় পক্ষের মডেল ব্যবহারের সুযোগ দেয়।
এই দুই সংস্থা 'সিএমও-ডিএ'-কে তিনটি পরিস্থিতিতে পরীক্ষা করেছে: গোড়ালিতে আঘাত, পিঠে এবং কানে ব্যথা। একজন নভোচারীসহ তিন জন চিকিৎসক প্রাথমিক মূল্যায়ন, রোগীর ইতিহাস গ্রহণ, ক্লিনিক্যাল যুক্তি ও চিকিৎসা প্রদানে কার্যকারিতা মূল্যায়ন করেছেন।
তাদের মূল্যায়নে দেখা গেছে, পিঠের পাশে ব্যথার মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা প্রায় ৭৪ শতাংশ সঠিক; কানের ব্যথায় ৮০ শতাংশ এবং গোড়ালিতে আঘাতের ক্ষেত্রে ৮৮ শতাংশ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাসার বিজ্ঞানীরা জানান, তারা আরও বিভিন্ন ডেটা উৎস যোগ করার পরিকল্পনা করছেন, যেমন চিকিৎসা যন্ত্রপাতি থেকে প্রাপ্ত তথ্য, এবং মডেলটিকে 'পরিস্থিতি-সচেতন' করার জন্য প্রশিক্ষণ দেবেন। অর্থাৎ, মাইক্রোগ্র্যাভিটিসহ মহাকাশ চিকিৎসা-সংক্রান্ত বিশেষ অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম করবে।
গুগলের কাস্টমার ইঞ্জিনিয়ার ডেভিড ক্রুলি স্পষ্ট করেননি গুগল এই ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে পৃথিবীর চিকিৎসকদের অফিসে ব্যবহারের জন্য নিয়ন্ত্রণমূলক অনুমোদন নেওয়ার পরিকল্পনা করছে কি না। তবে মডেলটি মহাকাশে সফল যাচাইয়ের পর সেটি হতে পারে প্রাকৃতিক পরবর্তী ধাপ।
তিনি বলেন, 'এই টুলটি শুধু নভোচারীদের স্বাস্থ্য উন্নতই করবে না, বরং এর মাধ্যমে পাওয়া শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রের অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।'