মাস্ককে ধরে রাখতে ২৯ বিলিয়ন ডলারের শেয়ার উপহার দিচ্ছে টেসলা

টেসলা তার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ২৯ বিলিয়ন ডলারের (২১.৭ বিলিয়ন পাউন্ড) শেয়ার দিয়েছে। তাকে প্রতিষ্ঠানে ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন একটি মার্কিন আদালত ২০১৮ সালের তার বেতন প্যাকেজ, যার পরিমাণ ছিল ৫০ বিলিয়ন ডলারের বেশি, বাতিল করে দেয়। আদালত সেটিকে 'শেয়ারহোল্ডারদের জন্য অন্যায্য' বলে রায় দিয়েছে।
মাস্ক এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২৪ সালে ডেলাওয়্যার কোর্টে আপিল করেছেন। সোমবার টেসলা তাদের শেয়ারহোল্ডারদের জানিয়েছে, তারা আত্মবিশ্বাসী যে ২৯ বিলিয়ন ডলারের এই শেয়ার 'ইলনকে টেসলায় রাখার জন্য অনুপ্রাণিত করবে', বিশেষ করে যখন 'এআই প্রতিভা দখলের লড়াই আরও তীব্র হচ্ছে'।
এই শেয়ার পুরস্কার মাস্কের ভোটাধিকার শক্তিও বাড়াবে টেসলার বোর্ডে।
টেসলা সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ লিখেছে, 'যার শুরু ইলন মাস্ক থেকে,আমাদের অসাধারণ সেই প্রতিভা ধরে রাখা এবং তাকে অনুপ্রাণিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
তারা আরও লিখেছে, 'নেতৃত্ব, অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতার এমন অসাধারণ সমন্বয় ইলন ছাড়া আর কারও মধ্যে নেই।'
কোম্পানিটি বলেছে, এই বিলিয়নিয়ারের রয়েছে 'বিপ্লবী ও লাভজনক ব্যবসা গড়ে তোলার প্রমাণিত সাফল্য'।
টেসলা আরও জানিয়েছে, যদি ডেলাওয়্যার কোর্ট ইলনের ২০১৮ সালের বেতন প্যাকেজ পুনর্বহাল করে, তাহলে তিনি এই নতুন ২৯ বিলিয়ন ডলারের শেয়ার পুরস্কার নেবেন না বা ফেরত দেবেন, যেন একই কর্মদক্ষতার জন্য দু'বার পুরস্কার না পান।
টেসলার বোর্ড আশা প্রকাশ করেছে যে তাদের প্রধান নির্বাহী ইলন মাস্ক ৫৬ বিলিয়ন ডলারের বেতন প্যাকেজটি পেতে পারেন—যা হবে যুক্তরাষ্ট্রের কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় বেতন চুক্তি।
এই চুক্তিটি এমনভাবে গঠিত ছিল যে, যদি মাস্ক নির্ধারিত কিছু লক্ষ্য—যেমন টেসলার বাজারমূল্য, বিক্রয় এবং প্রকৃত মুনাফা—অর্জন করতে না পারেন, তবে তিনি কোনো বেতনই পাবেন না।
কিন্তু তিনি সেই নির্ধারিত সব লক্ষ্য অর্জন করেছেন।
ইলন মাস্ক তার বেতন প্যাকেজ পুনর্বহালের জন্য আপিল করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, নিম্ন আদালত এটি বাতিল করতে আইনি ভুল করেছে। মাস্ক এর আগেও বলেছেন, কোম্পানির শেয়ারহোল্ডাররাই নির্বাহী বেতন নির্ধারণের অধিকার রাখে।
ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান আইভস বিবিসিকে বলেন, 'মাস্ককে কোম্পানিতে ধরে রাখতে টেসলার যা করার, তারা সেটাই করছে।'
তিনি আরও বলেন, 'টেসলার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মাস্ক। বোর্ডের এটা করা দরকার, এবং আমি মনে করি এটা একটি বিশাল অগ্রগতি।'
ড্যান আইভস আরও বলেন, বর্তমানে চলমান 'এআই প্রতিযোগিতার যুগে' টেসলা ইলন মাস্ককে শুধুমাত্র 'আংশিকভাবে সম্পৃক্ত' রেখে চালাতে পারবে না।
এআই খাতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের বড় অঙ্কের অর্থ দিয়ে প্রলুব্ধ করছে, যাতে তারা প্রতিষ্ঠান বদলে তাদের উন্নয়নে অবদান রাখে।
উদাহরণস্বরূপ, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি ওপেনএআই-এর শীর্ষ ডেভেলপারদের কোটি ডলারের প্রস্তাব দিয়ে দলে টানার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
এদিকে, মাইক্রোসফটের এআই বিভাগ, যা পরিচালনা করছেন গুগল ডিপমাইন্ডের সাবেক সহ-প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেইমান, সম্প্রতি গুগল থেকে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মীকে নিয়োগ দিয়েছে।
টেসলা বলেছে, কোম্পানিটি এখন একটি 'সন্ধিক্ষণে' রয়েছে এবং বৈদ্যুতিক যান প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এআই ও রোবটিকস-কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য ইলন মাস্কের দক্ষ নেতৃত্ব অপরিহার্য।
কোম্পানিটি আরও জানিয়েছে, মাস্কের সময় ও মনোযোগ অন্য ক্ষেত্রেও ব্যস্ত থাকায় এই শেয়ার পুরস্কার তাকে আকৃষ্ট করবে।
টেসলার বাইরে মাস্ক এক্সএআই, নিউরালিংক এবং দ্য বোরিং কোম্পানিতেও শীর্ষ নির্বাহী পদে রয়েছেন—যার মধ্যে দ্য বোরিং কোম্পানি যুক্তরাষ্ট্রে টানেল ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করে।
সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন যে, তিনি রাজনীতি থেকে কিছুটা সরে আসছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।