ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের আল্টিমেটাম কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশ। আমি তাকে যে ৫০ দিনের সময় দিয়েছিলাম তা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি, কী ঘটতে যাচ্ছে তা আমি জানি।'
তবে তিনি নতুন সময়সীমা উল্লেখ করেননি।
এই মাসের শুরুতে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ থামাতে ৫০ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন।
ট্রাম্প অভিযোগ করেন, পুতিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার পরও হামলা অব্যাহত রেখেছেন।
যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে তিনি প্রকাশ্যে পুতিনের সমালোচনা করেছেন।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন তিনি।
তিনি জানান, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সমঝোতা না হলে রাশিয়া এবং তাদের রপ্তানি পণ্যের ক্রেতা দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন।
যদিও পুতিনকে কঠোর ভাষায় সমালোচনা করলেও পূর্বের 'ভালো সম্পর্ক'-এর কারণে ট্রাম্প প্রায়ই কড়া অবস্থান না নেওয়ার কথা বলেন।
ট্রাম্প বলেন, 'আমরা অনেকবার ভেবেছিলাম সমাধান হয়ে গেছে, তারপর প্রেসিডেন্ট পুতিন আবার রকেট ছোড়েন, কিয়েভের মতো শহরে হামলা করে নার্সিং হোমে বহু মানুষকে হত্যা করেন বা এমন নানা কাজ করেন। আমার মতে এভাবে কাজ [শান্তিপ্রতিষ্ঠা] হয় না।'
