হঠাৎ ট্রাম্পের ফোন, ঘুম থেকে তুলে বিবিসির সাংবাদিককে দিলেন সাক্ষাৎকার

হঠাৎ হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ফোন করে বসেন। এটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে হঠাৎ টেলিফোনে কথা বলাটাই বেশি পছন্দ করেন।
'সোমবার সন্ধ্যায় আমার পালা এল। আর সত্যি বলতে কী, হোয়াইট হাউস থেকে যখন ফোন করল, তখন আমি ঘুমিয়ে ছিলাম' বলে জানান বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ও'ডোনোহু।
আমি প্রায় পাঁচ দিন ধরে মনে হচ্ছিল — পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের উপর হত্যার চেষ্টার এক বছর পূর্তি উপলক্ষ্যে তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবো।
ওই হামলার ঘটনাটি নিয়ে আমার প্রতিবেদন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল, সম্ভবত সেখান থেকেই প্রেসিডেন্টের নজরে পড়েছিলাম আমি। সুতরাং ভেবেছিলাম, এই সংযোগ হয়তো আমাকে একটি বিরল সাক্ষাৎকার এনে দিতে পারে — যেটি বিদেশি সংবাদমাধ্যমগুলোর জন্য খুব একটা সহজলভ্য নয় বিশেষ করে যুক্তরাষ্ট্রে।
গত রোববার রাতে আমাকে বলা হয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই কল আসবে — তাই আমার দলসহ আমরা রেকর্ড করার জন্য তৈরি ছিলাম, কিন্তু কলটা এল না।
শেষমেষ গত রাতে ধরে নিয়েছিলাম, আর বোধহয় সাক্ষাৎকার হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে একটানা রাস্তায় থাকার পর একদিনও বিশ্রাম না পেয়ে আমি ক্লান্ত — আর সেই ক্লান্তিতেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তখনই বেজে উঠল ফোন।
ঘুমচোখে ফোন ধরতেই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কণ্ঠ ভেসে এল: 'হাই গ্যারি, আমি প্রেসিডেন্টের সাথে আছি, নিন কথা বলুন।'
আমি দৌড়ে বসার ঘরে চলে গেলাম, হুড়োহুড়ি করে ডিজিটাল রেকর্ডার খুঁজছি — এর মধ্যে লাইন কেটে গেল, ভেবেছিলাম আর বোধহয় কিছু হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আবার লাইনে এল — আর প্রায় ২০ মিনিট ধরে ট্রাম্পের সাথে কথা বললাম: সেই দুঃখজনক রাতের কথা থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন নিয়ে তার ক্ষোভ, ন্যাটো নিয়ে তার নতুন দৃষ্টিভঙ্গি আর যুক্তরাজ্য নিয়ে তার ভাবনা — সবই উঠে এল এই কথোপকথনে।