গুগল ক্রোমকে টেক্কা দিতে বাজারে নিজস্ব ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই

ওপেনএআই শিগগিরই একটি এআই-চালিত ওয়েব ব্রাউজার উন্মোচন করতে যাচ্ছে, যা মার্কেট-ডমিনেটিং গুগল ক্রোমকে টেক্কা দেবে — এমন তথ্য রয়টার্সকে জানিয়েছেন তিনজন ঘনিষ্ঠ সূত্র।
ওই তিনজনের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি চালু হতে পারে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের ইন্টারনেট ব্রাউজ করার পদ্ধতিতেই মৌলিক পরিবর্তন আনবে। এর মাধ্যমে ওপেনএআই গুগলের সাফল্যের মূল ভিত্তি — ব্যবহারকারীর তথ্য — এর ওপর সরাসরি প্রবেশাধিকার পাবে।
যদি ওপেনএআই-এর নতুন ব্রাউজারটি চ্যাটজিপিটির ৫০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী গ্রহণ করে, তবে এটি প্রতিদ্বন্দ্বী গুগলের বিজ্ঞাপন আয়ের একটি বড় অংশের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
ক্রোম হলো অ্যালফাবেটের বিজ্ঞাপন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা কোম্পানির মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশ জুড়ে রয়েছে। ক্রোম ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে, যা অ্যালফাবেটকে আরও কার্যকর ও লাভজনকভাবে বিজ্ঞাপন লক্ষ্য করতে সহায়তা করে এবং ডিফল্টভাবে গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিকও নিয়ে যায়।
দুই সূত্র জানিয়েছেন, ওপেনএআই-এর নতুন ব্রাউজারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে ক্লিক করার পরিবর্তে চ্যাটজিপিটির মতো নেটিভ চ্যাট ইন্টারফেসের মধ্যেই কিছু ইন্টারঅ্যাকশন রাখতে পারেন।
একটি সূত্র জানিয়েছে, ওপেনএআই-এর নতুন ব্রাউজারটি তাদের বৃহত্তর কৌশলের অংশ, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে তাদের সেবা আরও গভীরভাবে যুক্ত করতে চায়। ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চাননি, কারণ তারা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি পাননি।
উদ্যোক্তা স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই ২০২২ সালের শেষ দিকে এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর মাধ্যমে প্রযুক্তি খাতকে নাড়িয়ে দিয়েছিল। প্রাথমিক সাফল্যের পর ওপেনএআই গুগল ও স্টার্টআপ অ্যানথ্রোপিকসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে এবং নতুন খাতে সম্প্রসারণের চেষ্টা করছে।
এ বছরের মে মাসে ওপেনএআই ঘোষণা দেয় যে তারা হার্ডওয়্যার খাতে প্রবেশ করবে এবং অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভের প্রতিষ্ঠিত এআই ডিভাইস স্টার্টআপ 'আইও' কিনতে ৬.৫ বিলিয়ন ডলার ব্যয় করবে।
সূত্রগুলো বলেছে, নিজস্ব ওয়েব ব্রাউজার চালুর মাধ্যমে ওপেনএআই তার এআই এজেন্ট পণ্য, যেমন 'অপারেটর', ব্রাউজিং অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত করতে পারবে। এর ফলে ব্রাউজারটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারবে — যেমন রিজার্ভেশন করা বা ফর্ম পূরণ করা — ব্যবহারকারীর ওয়েব কার্যক্রমের তথ্য ব্যবহার করে সরাসরি সেই ওয়েবসাইটেই।
কঠিন প্রতিযোগিতা
ওপেনএআই-এর জন্য চ্যালেঞ্জটা সহজ নয় — ওয়েব অ্যানালিটিক্স প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, গুগল ক্রোম বর্তমানে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি ব্রাউজার মার্কেট শেয়ার নিয়ন্ত্রণ করছে এবং ৩ বিলিয়নের বেশি মানুষ এটি ব্যবহার করছে। এর তুলনায় দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের সাফারি অনেক পিছিয়ে, যার শেয়ার মাত্র ১৬%।
গত মাসে ওপেনএআই জানিয়েছিল, চ্যাটজিপিটির ৩০ লাখ বাণিজ্যিক গ্রাহক রয়েছে, যারা অর্থ দিয়ে এটি ব্যবহার করছেন। তবে ওপেনএআই-এর প্রতিযোগিতা কঠিন হয়ে উঠছে, কারণ অন্যান্য এআই কোম্পানিও একই খাতে নেমেছে — যেমন পারপ্লেক্সিটি সম্প্রতি কমেট নামে একটি এআই ব্রাউজার চালু করেছে, যা ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম। এছাড়া দ্য ব্রাউজার কোম্পানি এবং ব্রেভ এর মতো দুটি এআই স্টার্টআপ ইতোমধ্যেই এআই-চালিত ব্রাউজার বাজারে এনেছে, যা ইন্টারনেট ব্রাউজ ও সামারি করতে পারে।
গুগল ক্রোম ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে অ্যালফাবেটকে আরও কার্যকর ও লাভজনকভাবে বিজ্ঞাপন লক্ষ্য করতে সাহায্য করেছে, যা এতটাই সফল হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলকে তার ব্যবসার একটি অংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে। কারণ, গত বছর এক মার্কিন বিচারক রায় দেন যে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট অনলাইন সার্চে অবৈধ একচেটিয়া ক্ষমতা ব্যবহার করছে।