ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে হত্যার চেষ্টা করেছিল। আজ সোমবার রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, 'হ্যাঁ, তারা (ইসরায়েলি কর্তৃপক্ষ) চেষ্টা করেছিল এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।'
প্রেসিডেন্ট জানান, দেড় সপ্তাহ আগে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
'আমি একটি বৈঠকে ছিলাম, আমরা অগ্রগতির পথ নিয়ে আলোচনা করছিলাম…তারা সেই এলাকায় বোমাবর্ষণের চেষ্টা করেছিল, যেখানে আমরা বৈঠক করছিলাম', বলেন তিনি।