জেনেভা আলোচনা ‘সম্মানজনক ও গুরুত্বপূর্ণ’, কূটনৈতিক প্রচেষ্টার শেষ নয়: ইরান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ১৩ জুন (শুক্রবার) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে পুরো অঞ্চলজুড়ে।
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘিরে প্রতিমুহূর্তের সর্বশেষ খবর পেতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে থাকুন
- ১০: ০০ | জুন ২০
জেনেভা আলোচনা 'সম্মানজনক ও গুরুত্বপূর্ণ', কূটনৈতিক প্রচেষ্টার শেষ নয়: ইরান
জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় মন্ত্রীদের মধ্যে চলমান বৈঠককে 'সম্মানজনক ও গুরুত্বপূর্ণ' বলে মন্তব্য করেছে ইরান। সেই সঙ্গে এটাই শেষ কূটনৈতিক প্রচেষ্টার শেষ নয় বলেও উল্লেখ করেছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইউরোপীয় মন্ত্রীদের মধ্যে চলমান আলোচনা কিছু সময়ের জন্য বিরতি হয়েছে। 'ইউরোপীয় পক্ষগুলোর অভ্যন্তরীণ পরামর্শের' জন্য এ বিরতি দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছে, 'আগ্রাসন বন্ধ হলেই কেবল কূটনৈতিক পথ উন্মুক্ত হতে পারে। আলোচনার প্রথম পর্বটি একটি 'সম্মানজনক ও গুরুত্বের' সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষের দৃষ্টিভঙ্গি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।'
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'আলোচনায় তোলা কিছু বিষয়ে আরও স্পষ্টতা আনা গেলে তা কূটনৈতিক অগ্রগতির পথে সহায়ক হতে পারে '
'বিশেষ করে ই৩ দেশসমূহ— যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স— এবং ইউরোপ এখনো একটি ঐতিহাসিক ভূমিকা পালনের আশায় আছে এবং তারা কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে আরেকটি সুযোগ পেতে চায়', বলা হয়েছে প্রতিবেদনে।
আইআরএনএ আরও জানিয়েছে, ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছে, 'ইরান এখনো আলোচনা থেকে সরে দাঁড়ায়নি এবং আলোচনার এই পর্বটিই কূটনৈতিক সংলাপের সমাপ্তি নয়।'
আল জাজিরা
- ০৯: ২০ | জুন ২০
কূটনৈতিক সমাধানের প্রতি ইসরায়েল 'স্পষ্ট অবজ্ঞা' দেখিয়েছে: রাশিয়ার জাতিসংঘের দূত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি 'স্পষ্ট অবজ্ঞা' দেখিয়েছেন। তার বক্তব্যের কিছু বিষয় তুলে ধরা হলো:
- ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে, যা আমাদের এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে, যা আগে কোনোদিন দেখা যায়নি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত বর্তমান পরিস্থিতির একটি নিরপেক্ষ মূল্যায়ন করা এবং একটি যথোপযুক্ত সমাধানের পথ খোঁজা।
- ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার আরেক দফা শুরুর ঠিক আগমুহূর্তে ইসরায়েলই ইরানের ওপর হামলা চালিয়েছে।
- ইসরায়েল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টাকে অবজ্ঞাই করেনি, বরং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অসম্মান প্রদর্শন করেছে, যে দেশটি এতদিন আপসের ভিত্তিতে একটি সমাধানে পৌঁছানোর কথা বলে আসছিল।
- ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নজরদারিতে রয়েছে এবং এসব স্থাপনায় নিয়মিত ও কঠোর নজরদারি চালানো হয়।
- ইসরায়েল এই বিশেষায়িত সংস্থার মূল্যায়নকে অবজ্ঞা করেছে এবং নিজ সিদ্ধান্তে একতরফাভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়েই ইসরায়েল এ হামলা চালিয়েছে।
আল জাজিরা
- ০৭: ৫০ | জুন ২০
জেনেভায় ইউরোপের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য জেনেভার একটি হোটেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বৈঠক শুরু হয়েছে। তিনি ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।
গত সপ্তাহে ইরানে ইসরায়েলি হামলার পর পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম সরাসরি বৈঠক।
বৈঠকের আগে আরাঘচি বলেন, ইসরায়েল হামলা চালিয়ে গেলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া অন্যদের সঙ্গে "সংলাপে" ইরান আগ্রহী, যদিও তা কোনো আলোচনা নয়।
বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জেনেভায় পৌঁছেছেন। তিনি বলেন, "আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের একটি জানালা খোলা রয়েছে।"
আল জাজিরা
- ০৭: ১৫ | জুন ২০
বৈশ্বিক গ্যাস সরবরাহের ঝুঁকি নিয়ে জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছে কাতার: সূত্র
ইরান বা উপসাগরীয় অঞ্চলের যেকোনো জ্বালানি স্থাপনায় হামলার হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে- এমন আশঙ্কায় বিশ্বের তেল বাজারগুলো এখন অতিমাত্রায় সতর্ক রয়েছে।
একজন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও একজন আঞ্চলিক কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ইরানের বিশাল গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার পর চলতি সপ্তাহে কাতার বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে। ইরান ওই গ্যাসক্ষেত্রটি কাতারের সঙ্গে যৌথভাবে ব্যবহার করে।
তারা আরও জানিয়েছেন, কাতার ওই কোম্পানিগুলোকে বলেছে যেন তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোর সরকারকে বৈশ্বিক গ্যাস সরবরাহের ওপর বাড়তে থাকা ঝুঁকি সম্পর্কে সচেতন করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলেও কাতারএনার্জি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
রয়টার্স
- ০৭: ৫০ | জুন ২০
ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল আহত ১৭: এমডিএ
ইসরায়েলের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ বছর বয়সি এক ছেলেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। ৫৪ বছর বয়সি আরেক আহত ব্যক্তিকেও হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। এছাড়াও ১৪ বছর বয়সি আরেক কিশোরও আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর। তারা কোন এলাকায় আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক চিকিৎসক দলের বরাত দিয়ে জানায়, ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা এলাকায় দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আল জাজিরা
- ০৭: ০০ | জুন ২০
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: প্রতিবেদন
ইসরায়েলের বিভিন্ন অংশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
উত্তরের হাইফা অঞ্চল এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিয়মিত লক্ষ্য হওয়া দক্ষিণের বীরশেভাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য মিলেছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সর্বশেষ এই হামলায় প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
আল জাজিরা
- ০৫: ৩০ | জুন ২০
নেতানিয়াহু চান যত তাড়াতাড়ি সম্ভব ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়ুক: বিশ্লেষক
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর কলাম লেখক গিদিওন লেভি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে কিছুটা সময় নিতে চান বলে যে এ ইঙ্গিত দিয়েছেন, তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট 'গভীরভাবে হতাশ'। কারণ নেতানিয়াহু চান, যত দ্রুত সম্ভব ট্রাম্পও যেন এই সংঘাতে জড়িয়ে পড়েন।
তিনি আল জাজিরাকে বলেছেন, "চলমান পরিস্থিতিতে দুই সপ্তাহ হচ্ছে অন্তহীন সময়। যদি তিনি সত্যিই দুই সপ্তাহ অপেক্ষার কথা বলে থাকেন, আর সেটা কোনো কৌশলী চাল না হয়, তাহলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার সম্ভাবনা দিন দিন কমছে।''
লেভি আরও বলেন, দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করলেও কিংবা তাদের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করলেও, ইসরায়েলিরা নিরাপদ বোধ করবেন না।
তিনি বলেন, "কোনোকিছুই সমাধান হবে না, কারণ ইরান আবার তার সক্ষমতা ফিরে পেতে পারে। গাজার মতো আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে ইসরায়েলের, যা সহজে দূর হবে না।''
আল জাজিরা
- ০৫: ২৫ | জুন ২০
ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে তেহরানে হাজারও মানুষের বিক্ষোভ
আজ শুক্রবার জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সরকারি টেলিভিশনে প্রচারিত খবরে দেখা গেছে, তারা তাদের নেতাদের সমর্থনে স্লোগান দিচ্ছেন।
কিছু বিক্ষোভকারী তাদের দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন।
সংবাদ পাঠক বলেন,"আজকের শুক্রবার হচ্ছে পুরো ইরানি জাতির সংহতি ও প্রতিরোধের দিন।"
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ১৩ জুন ইসরায়েলের হামলার পর নিহত কমান্ডারদের ছবি বহন করছেন। অনেকে আবার ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে মিছিল করছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে মিছিলে এক ব্যক্তি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাতে লেখা ছিল-"আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব।"
সরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ এবং দক্ষিণের শিরাজেও বিক্ষোভ হয়েছে।
আল জাজিরা
০৫: ২০ | জুন ২০
ইরানের অর্থনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলা 'বিপজ্জনক': কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডের সঙ্গে ফোনে কথা বলেছেন—এমনটাই জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কাতার নিউজ এজেন্সি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে শেখ মোহাম্মদ বলেছেন, কাতার বারবার সংঘটিত ইসরায়েলি হামলা ও লঙ্ঘনের নিন্দা জানিয়ে আসছে। এসব হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেছেন, ইরানের অর্থনৈতিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা অত্যন্ত উদ্বেগজনক, যার 'বিপর্যয়কর' আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে।
আল জাজিরা
- ০৪: ৪০ | জুন ২০
'এটা সম্পূর্ণ শূন্যের দিকে যাওয়ার পথ': জেনেভা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবই মূল বিষয়
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আলোচনার সুযোগ দিতে চান। আলোচনার একটি মাত্র পথই গুরুত্বপূর্ণ।
আজ ইউরোপীয় নেতারা ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। এ আলোচনায় যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাবই থাকবে মূল আলোচ্য বিষয়। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার কথা বলা হয়েছে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা ইরানকে জানানো হবে।
একটি কূটনৈতিক সূত্র বলেছে, "এটা সম্পূর্ণ শূন্যের দিকে যাওয়ার পথ।"
ইরানের জন্য পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করা বরাবরই কঠিন শর্ত। দেশটি এখন ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা একটি শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
এর আগে ইরান একটি আঞ্চলিক কনসোর্টিয়াম নির্মাণের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে, যেখানে ইউরেনিয়াম দেশটির বাইরে সমৃদ্ধ করার কথা ছিল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে গতকাল বলেছেন, "আমরা প্রায় চুক্তিতে পৌঁছে গিয়েছিলাম। আর তখনই ইসরায়েল সামরিক হামলা চালায়।''
ইরান মনে করে, এই হামলার উদ্দেশ্য ছিল কূটনৈতিক প্রচেষ্টা নষ্ট করা।
তিনি বলেন, "এই আগ্রাসন বন্ধ হলেই আমরা আবার কূটনীতির পথে ফিরব।"
আলোচনায় তেহরান এই দাবি প্রথমেই তুলবে বলে জানা গেছে। দুই পক্ষই চাইছে, কীভাবে এই উত্তেজনার অবসান ঘটানো যায়, তা খুঁজে বের করতে।
বিবিসি
- ০৩: ৫৫ | জুন ২০
ইরানের সরকারি স্থাপনায় হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শুক্রবার বলেছেন, ইরানের রাজধানী তেহরানে 'শাসনব্যবস্থার প্রতীকগুলোতে' হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। তার লক্ষ্য, ইরানি সরকারকে অস্থির করে তোলা।
এক বিবৃতিতে কাৎজ বলেন, 'আমাদের উচিত শাসনব্যবস্থার প্রতীক ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালানোর যন্ত্রগুলোতে আঘাত হানা—যেমন বাসিজ (আধাসামরিক বাহিনী)। একইসঙ্গে আঘাত হানতে হবে সরকারের ক্ষমতার ভিত্তি—বিপ্লবী গার্ডেও।'
তিনি আরও বলেন, এসব আক্রমণের উদ্দেশ্য হচ্ছে ইরানি সরকারের ভিত নাড়িয়ে দেওয়া এবং তাদের দমনমূলক কাঠামো ভেঙে ফেলা
রয়টার্স
- ০৩: ৫০ | জুন ২০
কোন কোন এলাকা হামলার শিকার হয়েছে?
গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ও ইরানের উপর যে সব স্থানে হামলা হয়েছে, তা নিচের মানচিত্রগুলোতে তুলে ধরা হয়েছে।


বিবিসি
- ০৩: ৩০ | জুন ২০
রুশ বিশেষজ্ঞরা এখনো ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে কাজ করছেন: রাশিয়া
রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশনের প্রধান আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান বিশেষজ্ঞদের কাজ চলমান রয়েছে এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, তিনি আশা করেন—ইসরায়েলকে ওই স্থাপনা আক্রমণ না করতে যে সতর্কবার্তা রাশিয়া দিয়েছে, তা ইসরায়েলিরা বুঝতে পেরেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেন, ইরানের রুশ-নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখনো ২০০-র বেশি রাশিয়ান কাজ করছেন এবং তাদের নিরাপত্তা নিয়ে ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।
ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তিতে আবদ্ধ রাশিয়া জোর দিয়ে বলেছে—যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের হামলায় অংশ না নেয়, কারণ এতে অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়বে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে।
আল জাজিরা
- ০৩: ১৫ | জুন ২০
জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘের মানবাধিকার পরিষদে শুক্রবার (২১ জুন) সরাসরি বক্তব্য দেবেন বলে জানিয়েছে সংস্থাটির একজন মুখপাত্র।
জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থার মুখপাত্র পাসকাল সিম জানান, আরাঘচি জেনেভার স্থানীয় সময় দুপুর ১টায় পরিষদের বিকেলের অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন।
জাতিসংঘের আরেক মুখপাত্র আরও জানিয়েছেন, আরাঘচির বক্তব্যের কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জেনেভায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন।
বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
এএফপি
- ০৩: ০৫ | জুন ২০
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকে 'সহযোগী' মনে করছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
তেহরানের দক্ষিণাঞ্চলে ধোঁয়া উড়তে দেখা গেছে, শোনা গেছে বিস্ফোরণের শব্দও। এর মাঝেই কূটনৈতিক আলোচনায় অংশ নিতে জেনেভা গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এতে ইরানের দ্বিমুখী কৌশলের বার্তা স্পষ্ট—একদিকে তারা ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাচ্ছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকে তারা 'সহযোগী' মনে করছে। এর আগে বিভিন্ন ইরানি কর্মকর্তাও এমন মন্তব্য করেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইসরায়েলের পক্ষে এই ধরনের হামলা চালানো সম্ভব নয়। এই কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়া তারা স্থগিত রেখেছে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দফা আলোচনার সূচি নির্ধারিত ছিল, যা এই হামলার কারণে বাধাগ্রস্ত হয়েছে। তেহরান মনে করছে, এই অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় এগোনো বাস্তবসম্মত নয়।
আল জাজিরা
- ০১: ৫৫ | জুন ২০
ইসরায়েল হামলা বন্ধ না করলে আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলি হামলা চলাকালে কোনো আলোচনায় বসতে রাজি নন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক মন্তব্যে তিনি এই অবস্থান জানান।
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন আরাঘচি। এটি গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর প্রথম বড় কূটনৈতিক প্রচেষ্টা।
তবে ইরানি টেলিভিশনে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, 'ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমি কারও সঙ্গে আলোচনায় প্রস্তুত নই। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের পর আমি মনে করি, অনেক দেশই এই আগ্রাসনের বিপক্ষে অবস্থান নেবে।'
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, যিনি এই বৈঠকে অংশ নিচ্ছেন, বলেছেন—ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তার ধারণা, আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের একটি দরজা এখনও খোলা রয়েছে।
আল জাজিরা
- ০১: ৪০ | জুন ২০
ইসরায়েলের হামলায় ইরানের আরাক পারমাণবিক রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত: আইএইএ
ইরানের আরাক শহরের কাছে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় 'গুরুত্বপূর্ণ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে' বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
আইএইএ জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান আরাকের হেভি ওয়াটার রিঅ্যাক্টরে বোমা বর্ষণ করে। তবে ওই স্থাপনাটিতে পারমাণবিক উপাদান ছিল না বলে সংস্থাটি উল্লেখ করেছে।

হেভি ওয়াটার রিঅ্যাক্টরে সাধারণ পানি নয়, একটি রাসায়নিকভাবে ভিন্ন ধরনের পানি কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই রিঅ্যাক্টরটি বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হলেও এর উপজাত হিসেবে প্লুটোনিয়াম উৎপন্ন হয়—যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান হিসেবে ব্যবহারযোগ্য।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, একটি পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শুক্রবার তিনি বলেন, 'নিরাপত্তা পরিষদ যদি এখন কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিষ্কার করে জানাতে হবে, কেন এত গুরুতর একটি বিষয়ে তাদের আইনি নীতিমালা আংশিকভাবে প্রয়োগ করা হচ্ছে। আর একদিন যদি বৈশ্বিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা ধসে পড়ে, তাহলে তার চূড়ান্ত দায় ইসরায়েলি দখলদার সরকার ছাড়াও নিরাপত্তা পরিষদকেও নিতে হবে।'

এর আগে বৃহস্পতিবার ইসরায়েল দাবি করে, তারা আরাকের 'অকার্যকর' পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে এটি ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না যায়। যদিও ইরান বারবার বলেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আন্তর্জাতিক পরিদর্শক ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও এখনও পর্যন্ত এ ধরনের কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই স্থাপনায় দীর্ঘদিন ধরে হেভি ওয়াটার উৎপাদন চললেও মূল চুল্লিটি আন্তর্জাতিক চাপের মুখে কখনও সম্পূর্ণভাবে চালু করা হয়নি, যাতে এটি পরমাণু অস্ত্র নির্মাণের কাজে ব্যবহৃত না হয়।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, 'ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে তেজস্ক্রিয় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।'
তিনি আরও বলেন, 'এমন জটিল ও সংকটময় পরিস্থিতিতে পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে সময়মতো ও নিয়মিত কারিগরি তথ্য পাওয়া আইএইএ'র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিবিসি, সিএনএন
- ০১: ৩০ | জুন ২০
'ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে': হিজবুল্লাহকে হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হিজবুল্লাহকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'হিজবুল্লাহর মহাসচিব তার পূর্বসূরিদের ভাগ্য থেকে কিছুই শিখছে না। সে ইরানি শাসকের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।'
প্রসঙ্গত, গত বছর হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলি অভিযানে নিহত হন।
কাৎজ বলেন, 'আমি লেবাননের এই প্রতিনিধিত্বকারী গোষ্ঠীকে সতর্ক করে বলতে চাই—ইসরায়েল সন্ত্রাসীদের হুমকির বিরুদ্ধে ধৈর্য হারিয়ে ফেলেছে।'
এর জবাবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার বলেন, 'ইরানকে লক্ষ্য করে যে বর্বর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন চলছে, তার জবাবে হিজবুল্লাহ নিজেদের মতো করেই প্রতিক্রিয়া জানাবে।'
আল জাজিরা
- ১২: ৫০ | জুন ২০
তেহরানে দূতাবাস বন্ধের ঘোষণা আরও কয়েকটি দেশের
তেহরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানিয়েছেন, তার সরকারের নির্দেশে তেহরান দূতাবাস থেকে সব অস্ট্রেলিয়ান কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলেই থাকবেন, যাতে চলমান সংকটে সরকারের সাড়া দেওয়ার কাজটি চালিয়ে যেতে পারেন।
পেনি ওয়ং তেহরানে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপদে সুযোগ মিললে দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রও তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে বুলগেরিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগালও একই ধরনের সিদ্ধান্ত নেয়।
আল জাজিরা
- ১২: ০০ | জুন ২০
ইসরায়েলের বিরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মাইক্রোসফট অফিসসহ সামরিক স্থাপনায় আঘাত
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরশেবা শহরের গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্সড টেকনোলজিস পার্কে আঘাত হেনেছে। এতে মাইক্রোসফটের অফিস, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি শাখা এবং একটি রেল স্টেশনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলায় বিরশেবার কেন্দ্রীয় রেল স্টেশনটিও আঘাতপ্রাপ্ত হওয়ায় সেটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
গবেষণা ও উন্নয়নকেন্দ্র হিসেবে পরিচিত গাভ-ইয়াম নেগেভ পার্কে রোবটিকস ও ডেটা সায়েন্সসহ নানা প্রযুক্তি নিয়ে কাজ চলে। এটি বেঞ্জামিন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত এবং পার্কটির ওয়েবসাইট অনুযায়ী, এর পাশেই রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর টেলিকম শাখা সিফোরআই ক্যাম্পাস।
এই হামলায় কমপক্ষে সাতজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ। ক্ষেপণাস্ত্রটি অফিস শুরু হওয়ার আগেই আছড়ে পড়ায় সেসব ভবনে তখন কেউ ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরা
- ১১: ৫০ | জুন ২০
ইরানে ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে ইসরায়েলের হামলা, কমান্ডার নিহত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকা তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে তারা হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর দাবি, ওই হামলায় ওই প্ল্যাটফর্মগুলো ধ্বংস করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নেওয়া এক সামরিক কমান্ডারকেও হত্যা করা হয়েছে। তবে তার পরিচয় বা অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আল জাজিরা
- ১০: ০০ | জুন ২০
ইরান ও ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জেনেভায় যাচ্ছেন, যেখানে তিনি ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। খবর বিবিসির।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস-এরও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
যদি এই বৈঠক হয়, তবে এটি হবে ইসরায়েল গত সপ্তাহে ইরানে হামলা শুরুর পর ইরান ও পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনার মূল লক্ষ্য হবে তেহরানকে আবারো আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেন, এই বৈঠকের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে দীর্ঘমেয়াদি রাশ টানা।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ডেভিড ল্যামি বলেন, 'মধ্যপ্রাচ্যে যেসব ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে আসছে, এখনই তা বন্ধ করার সময় এবং এমন আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধ করা দরকার। এ যুদ্ধ কারও উপকারে আসবে না।'
এর আগে মার্কিন সিনেটর মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে ল্যামি ও রুবিও একমত হন যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না।
বিবিসি
- ১১: ৩০ | জুন ২০
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল যুদ্ধে যোগ দেয়, তাহলে পুরো অঞ্চলটির জন্য তা 'নরক' হয়ে উঠবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে। খবর বিবিসির।
তিনি বিবিসিকে বলেন, 'এটা আমেরিকার যুদ্ধ নয়', আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এতে জড়িয়ে পড়েন, তাহলে তিনি চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হবেন, যিনি এমন এক যুদ্ধে ঢুকে পড়েছিলেন যার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, মার্কিন হস্তক্ষেপ এই সংঘাতকে একটি 'অচলাবস্থায়' পরিণত করবে, আগ্রাসন আরও বাড়াবে এবং 'নৃশংস বর্বরতার' অবসান বিলম্বিত করবে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এ বক্তব্য দেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ওই হামলা মূলত হাসপাতালের পাশে থাকা একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল, হাসপাতালে নয়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোরোকা মেডিকেল সেন্টারে হামলার ঘটনায় ৭১ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল 'নিষ্ক্রিয়' আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টর এবং নাতানজ স্থাপনা।
বিবিসি
- ১১: ১৫ | জুন ২০
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা 'চেরনোবিল বিপর্যয়' ডেকে আনবে সতর্ক করল রাশিয়া
রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বৃহস্পতিবার সতর্ক করে বলেন, ইসরায়েল যদি ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তবে তা 'চেরনোবিলের মতো' বিপর্যয় ডেকে আনতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তারা ওই স্থানে হামলা চালিয়েছে। তবে পরে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা ওই বক্তব্যকে 'ভুল' বলে অভিহিত করেন এবং বলেন, উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর স্থাপনাটি লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, তা নিশ্চিত বা অস্বীকার করতে পারছেন না।
বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা রাশিয়ার নির্মিত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোরে সাংবাদিকদের বলেন, ইসরায়েল রাশিয়াকে আশ্বস্ত করেছে যে বুশেহরে পরমাণু স্থাপনা সম্প্রসারণে নিয়োজিত মস্কোর কর্মীরা নিরাপদ থাকবেন—যদিও ইসরায়েল বলপ্রয়োগের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান বৃহস্পতিবার সতর্ক করে বলেন, বুশেহর কেন্দ্রের চারপাশের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে আলেক্সেই লিখাচেভ বলেন, 'যদি চালু থাকা প্রথম বিদ্যুৎ ইউনিটে হামলা হয়, তাহলে তা চেরনোবিলের মতো বিপর্যয় ডেকে আনবে।'
১৯৮৬ সালের বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা—সোভিয়েত ইউক্রেনে চেরনোবিল পারমাণবিক চুল্লি বিস্ফোরণের কথা উল্লেখ করেন লিখাচেভ।
তিনি বলেন, বুশেহরে হামলা চালানো হবে 'খুব খারাপের চাইতেও বেশি'।
তিনি আরও জানান, রাশিয়া ইতোমধ্যে বুশেহর থেকে কিছু বিশেষজ্ঞকে সরিয়ে নিয়েছে, তবে মূল কর্মী দল—যাদের সংখ্যা পুতিনের ভাষ্য অনুযায়ী কয়েকশ'—সেই স্থাপনায়ই রয়েছেন।
লিখাচেভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে বলেন, 'আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি আমাদের সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্যও।'
রয়টার্স
- ০৯: ৪০ | জুন ২০
ইরান-ইসরায়েল যুদ্ধে জড়াবেন কি না, ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প: হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল বিমানযুদ্ধে জড়াবে কি না, সে সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে তেহরানের ওপর আলোচনায় আসার জন্য চাপ আরও বাড়লো।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, 'ইরানের সঙ্গে শিগগিরই আলোচনার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে কিংবা নাও হতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব, যুক্তরাষ্ট্র এ সংঘাতে অংশ নেবে কি না।'
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, 'আমি মনে করি ইরানের সঙ্গে যুদ্ধ করা খুবই বাজে সিদ্ধান্ত হবে। কিন্তু কেউই "দুই সপ্তাহ" বিষয়টা বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, 'তিনি (ট্রাম্প) এর আগেও অসংখ্যবার এমন সময়সীমার কথা বলে এমন কিছু করার ভান করেছেন, যা তিনি আসলে করেননি। এতে যুক্তরাষ্ট্রকে দুর্বল ও হাস্যকর মনে হয়।'

হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান খুঁজতে আগ্রহী, তবে তার সর্বোচ্চ অগ্রাধিকার হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া।
তিনি বলেন, যেকোনো চুক্তির শর্তে থাকতে হবে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা
লেভিট আরও বলেন, 'প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক সমাধানে আগ্রহী… যদি কূটনীতির সুযোগ থাকে, প্রেসিডেন্ট তা কাজে লাগাবেনই। তবে আমি যোগ করে বলি, তিনি শক্তি প্রদর্শনে ভয় পান না।'
রয়টার্স
আগের খবরসমূহ – ১৯ জুন
(সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি ও সিএনএন)
ইসরায়েলিদের 'সামরিক ও গোয়েন্দা এলাকা' এড়িয়ে চলার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
ইরানের অব্যাহত হামলার মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের 'সামরিক ও গোয়েন্দা স্থাপনা রয়েছে এমন এলাকা' এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
আব্বাস আরাগচি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, ইরান সঠিকভাবে একটি ইসরায়েলি কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। যদিও তিনি জায়গাটির নাম উল্লেখ করেননি।
তার দাবি, বিস্ফোরণে পাশের সোরোকা মেডিক্যাল সেন্টারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গাজায় আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসা চলছিল।
অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরান সরাসরি হাসপাতালটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তবে ইরান বলছে, তারা পাশে থাকা ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আব্বাস আরাগচি বলেন, 'গত সপ্তাহে ইসরায়েল অবৈধ যুদ্ধ শুরু করার পর শত শত নিরীহ ইরানিকে হত্যা করা হয়েছে।ইরানের সেনাবাহিনী তাদের ওপর হামলা চালানো অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অব্যাহত রাখবে।'
ইসরায়েলি হামলার মুখে জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামেনির
ইসরায়েলি আক্রমণের মধ্যে ভয় না পেয়ে দৃঢ় থাকতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, 'শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।' তিনি আরও বলেন, 'আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।'
এদিকে ইরানের পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টিকে তেল আবিবের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন তিনি।
খামেনি বলেছেন, এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা (সাহায্য চাওয়া) বলতে হচ্ছে—যা প্রমাণ করে, ওই (ইসরায়েল) শাসনব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম।
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে পুতিন-শি'র ফোনালাপে যেসব কথা হলো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সংঘাত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
ক্রেমলিন উপদেষ্টা ইউরি ইউশাকভ সাংবাদিকদের বলেন, 'পুতিন ও শি ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য মানদণ্ড লঙ্ঘন করছে বলেও উল্লেখ করেছেন তারা।'
তিনি আরও বলেন, 'ইরানের পরমাণু কর্মসূচিসহ বর্তমান পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই—এ বিষয়ে রাশিয়া ও চীন একমত। এ সমস্যার সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই হতে পারে।'
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ফোনালাপে শি বলেছেন, এ অঞ্চলের 'বিশেষ প্রভাবশালী' 'প্রধান রাষ্ট্রগুলোর' উচিত কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, যাতে সংঘাত নিরসন করা যায়।
শি আরও বলেন, 'যুদ্ধরত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না খারাপ না হয় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।'
শি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ইসরায়েল ও ইরানকে অন্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
রাশিয়া আগে থেকেই সতর্ক করে আসছে যে ইসরায়েল-ইরান সংঘাত যদি আরও তীব্র হয়, তবে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের হামলায় অংশ না নেয়।
গত কয়েক দিন ধরে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি বারবার জানিয়েছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে।
তবে এখনও পর্যন্ত রাশিয়ার প্রস্তাবে কেউ সাড়া দেয়নি।
আজকের ফোনালাপে পুতিনের এ প্রস্তাবকে সমর্থন দিয়েছেন শি। ইউশাকভ বলেন, 'শি এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। কারণ, তিনি মনে করেন এটা সংঘাত নিরসনে ভূমিকা রাখতে পারে।'
তবে চীনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে শি জিনপিংয়ের এই সমর্থনের বিষয়ে কিছু বলা হয়নি।
আগামী দিনগুলোতে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবেন বলেও সম্মত হয়েছেন এ দুই নেতা।
'অভিযান শেষে আর কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র হুমকি থাকবে না': নেতানিয়াহুর হুঁশিয়ারি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি 'অপসারণ' করবে ইসরায়েল।
সোরোকা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'এই সামরিক অভিযানের শেষে ইসরায়েলের প্রতি আর কোনো পারমাণবিক হুমকি থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও থাকবে না।'
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে 'খুব শক্তভাবে আঘাত' করেছে।
সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই কি ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু, তখন তিনি জবাব দেন, 'কেউই নিরাপদ নয়।'
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের 'অবিশ্বাস্য' অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, 'আমি প্রায় প্রতিদিনই তার সঙ্গে কথা বলি।'

তিনি বলেন, 'তিনি [ট্রাম্প] দৃঢ় প্রতিজ্ঞ, স্পষ্ট ও অটল। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। আর সেটা নিশ্চিত করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেই হবে।'
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, 'তিনি [ট্রাম্প] কূটনৈতিক আলোচনার সুযোগ দিয়েছিলেন, কিন্তু ইরান কেবল সময়ক্ষেপণ করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সময়ক্ষেপণ করিয়ে লাভ নেই।'
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, 'এটা প্রেসিডেন্টের সিদ্ধান্ত। তবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক সহায়তা দিচ্ছে।'
'বেঁচে থাকার অধিকার নেই': ইরানের মিসাইল হামলার পর খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে 'হত্যা' করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বৃহস্পতিবার ইসরায়েলি পত্রিকা ইদিয়োত আহারোনোত-এ প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ বলেন, 'এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।'
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সোরোকা হাসপাতাল এলাকায় আঘাত হানে। যদিও ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, হাসপাতাল নয়, হাসপাতালের পাশেই একটি সামরিক স্থাপনাই ছিল মূল লক্ষ্য।
তবে ইসরায়েলি পক্ষ বলছে, বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে খামেনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী কাৎজ আরও বলেন, 'ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করাই যার উদ্দেশ্য, তাকে আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না।'
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৮০ জন আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল সোরোকা হাসপাতালের পাশে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদরদপ্তর। তাদের দাবি, বিস্ফোরণের তরঙ্গে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানেই অনেকে আহত হন।
ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারের একাধিক ওয়ার্ড 'সম্পূর্ণ ধ্বংস' হয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক শ্লোমি কোদেশ।
বিবিসিকে তিনি বলেন, 'পুরো হাসপাতালজুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—ভবন, কাঠামো, জানালা, ছাদ—সবখানে ধ্বংসের চিহ্ন রয়েছে।'

হামলার আগে হাসপাতালের উত্তর পাশের পুরনো সার্জিক্যাল ভবনটি থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানান কোদেশ। 'এই ভবনটি যেহেতু পুরোনো, তাই গত কয়েকদিন ধরেই আমরা এটি খালি করে রেখেছিলাম। হামলার সময় সেটি ফাঁকা ছিল।'
তবে হাসপাতালের অন্যান্য বিভাগ, যেখানে তখনও রোগী ও কর্মীরা অবস্থান করছিলেন, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
'হাসপাতালে থাকা অবস্থায় ৪০ জন আহত হয়েছেন। অধিকাংশই হাসপাতালের কর্মী ও রোগী। মূলত ভাঙা কাচ, ছাদ ধসে পড়া ও অন্যান্য ধ্বংসাত্মক প্রভাবের কারণেই তারা আহত হন।'
শ্লোমি কোদেশ আরও জানান, পরিস্থিতি সামাল দিতে সোরোকা মেডিকেল সেন্টার থেকে ২০০ জনের বেশি রোগীকে অন্য মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হবে, এবং হাসপাতালের অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল।
শুক্রবার জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা করবেন ইউরোপীয় মন্ত্রীরা
জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক আলোচনা করতে যাচ্ছেন বলে রয়টার্সকে জানিয়েছেন একটি জার্মান কূটনৈতিক সূত্র।
সূত্র জানায়, মন্ত্রীরা প্রথমে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে জার্মানির জেনেভায় স্থায়ী মিশনে বৈঠক করবেন। এরপর তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ আলোচনা করবেন।
ইসরায়েল গত সপ্তাহে ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালানোর পর এবং এর জবাবে ইরান একের পর এক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কায় এই ইউরোপীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্ট করেননি, যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবে কি না। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে।
জার্মান ওই সূত্র জানায়, ইরান ও ইউরোপীয়দের মধ্যকার আলোচনা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হবে। এই আলোচনার লক্ষ্য ইরানকে নিশ্চিত করা, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ ব্যবহারে সীমাবদ্ধ থাকবে।
সূত্র জানিয়েছে, আলোচনার পরে বিশেষজ্ঞ পর্যায়ের গঠনমূলক সংলাপও অনুষ্ঠিত হবে।
ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্য তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতাকে সম্পূর্ণরূপে নস্যাৎ করা। অন্যদিকে, ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স এই সপ্তাহে ইসরায়েলের হামলার পক্ষে মুখ খুলে তেহরানকে ক্ষুব্ধ করেছেন। তিনি বলেছেন, ইরানিদের উচিত উত্তেজনা কমানো, না হলে আরও বড় ধ্বংসের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ইরানের নেতাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আশ্বাস দিয়ে সমস্যার সমাধান করার আহ্বান জানান।
তিনি বলেছেন, 'আলোচনার টেবিলে বসার জন্য কখনও দেরি হয় না।'
মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র; ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত অন্তত ৩০
দুজন মার্কিন কর্মকর্তা বুধবার জানিয়েছেন, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে।
এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি—যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কি না। ছয় দিন ধরে চলা বিমান হামলার মধ্যে ইরানের রাজধানী ছাড়ছেন ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ বুধবার জানিয়েছে, হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা ইরানে আসন্ন হামলার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন।
তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কয়েকটি সূত্র উইকএন্ডে হামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।
বুধবার সকালে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। 'আমি এটা [ইরানে হামলা] করতে পারি, আবার না-ও করতে পারি। মানে কেউই জানে না আমি কী করব,' বলেন তিনি।
এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, 'চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।'
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।
একজন কর্মকর্তা বলেন, আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।
এই সপ্তাহে রয়টার্স প্রথম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক ট্যাংকার বিমান ইউরোপে পাঠিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান মোতায়েন করছে।
এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবস্থানরত একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।
ইসরায়েল শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বুধবার বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি জড়িত হয়, তাহলে ইরান কঠোর জবাব দেবে।
আরাকে (খন্দাব) ভারী পানির পারমাণবিক চুল্লিতে ইসরায়েলের হামলা
আরাক শহরে ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে খন্দাবের ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার আগে কর্তৃপক্ষ চুল্লি স্থাপনাটি খালি করে ফেলে। এখন সেখানে কোনো বিকিরণ ঝুঁকি নেই বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এই গবেষণা চুল্লিটি আংশিক নির্মিত হয়েছে। আগে এটি 'আরাক' নামে পরিচিত ছিল। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে তেহরান জানিয়েছে, তারা আগামী বছর এ চুল্লি চালু করার পরিকল্পনা করছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার করা হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন আহত
দক্ষিণ ইসরায়েলের বির শেবা শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ হামলায় বির শেবার সরোকা হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালের যে ক্ষতি হয়েছে, তা সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে নয়, বরং বিস্ফোরণের তরঙ্গ থেকে হয়েছে। ইরানের গণমাধ্যম হামলার লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের পাশের একটি 'সংবেদনশীল' স্থাপনা ছিল বলে যে দাবি করেছিল, সেই দাবিকেই সমর্থন করে এটি।
বির শেবার পাশাপাশি তেল আবিবেও হামলা হয়েছে। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যক্তিগতভাবে ইরান হামলার পরিকল্পনা অনুমোদন দিয়ে রেখেছেন ট্রাম্প, তবে চূড়ান্ত নির্দেশ এখনও দেননি
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনিয়র সহকারীদের বলেছেন, তিনি ইরান হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে তেহরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না, তা দেখার জন্য এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। এ বিষয়ে অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সামরিক বাহিনীকে দেওয়া ব্যক্তিগত নির্দেশনার পর থেকেই ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, ইরানে হামলার সম্ভাবনা বিবেচনায় রয়েছে।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, 'আমার করণীয় সম্পর্কে কিছু ধারণা আছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি—আমি চূড়ান্ত সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে নিতে পছন্দ করি।'
ওই ব্যক্তিরা বলেন, ট্রাম্প আশা করছেন, ইসরায়েলের ছয় দিনব্যাপী চলমান হামলায় যুক্ত হওয়ার হুমকি দিয়ে তিনি তেহরানকে তার দাবি মানতে বাধ্য করতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি বিবেচনাধীন আছে, তবে এখনও তিনি এর বিরুদ্ধেন সিদ্ধান্ত নিতে পারেন।
হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, একাধিক বিকল্প এখনও আলোচনায় রয়েছে। আর ইসরায়েল কীভাবে অভিযান পরিচালনা করছে, তা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন ট্রাম্প।
ইরান চুক্তি 'এখনও হতে পারে'; তেহরান 'কয়েক সপ্তাহেই' পারমাণবিক অস্ত্র অর্জন করত: ট্রাম্প
ইসরায়েল গত সপ্তাহে ইরানের পারমাণবিক অবকাঠামো, সামরিক নেতৃত্ব ও অন্যান্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে। তারা এ অভিযানের নাম দিয়েছে 'অপারেশন রাইজিং লায়ন'। মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ইরানে ১ হাজার ১০০-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে একটি সামরিক ঘাঁটিতে থাকা আটটি ইরানি অ্যাটাক হেলিকপ্টার ও পশ্চিম ইরানে অবস্থিত ৪০টি ক্ষেপণাস্ত্র অবকাঠামো উপাদান।
পেন্টাগনের কর্মকর্তারা বলেন, ট্রাম্প প্রশাসন ইরানে হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবছে, তবে প্রেসিডেন্ট এখনও কোনো চূড়ান্ত নির্দেশ দেননি। এখনও পর্যন্ত ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সহায়তাতেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক ভূমিকা সীমিত রেখেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অভ স্টাফের চেয়ারপারসন জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসে একটি বৈঠকে অংশ নেন বলে জানিয়েছেন একজন প্রতিরক্ষা কর্মকর্তার।
ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ও সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ
ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। এ সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিও জানান তারা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করবেন কি না, সেই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে রয়েছেন বহু আমেরিকান ও ইরানিয়ান-আমেরিকান।
এর আগে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।
শনিবার তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর এক বৈঠকে অংশ নিতে শনিবার তুরস্কের ইস্তাম্বুল পৌঁছানোর কথা রয়েছে। আজ বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এমন তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম কাউন্সিলের বিশেষ এই অধিবেশনে মূলত ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা হবে।
তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে একে অবৈধ আখ্যায়িত করেছে এবং বলেছে, ইরান বৈধভাবেই আত্মরক্ষা করছে।