জামায়াতের পর এবার বিএনপি'র নেতাদের সঙ্গে দেখা করবেন ব্যবসায়ী নেতারা
জামায়াতে ইসলামের আমীরের সঙ্গে দেখা করার পর এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্যবসায়ী নেতারা।
আজ ববার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি'র অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং ব্যবসা-বাণিজ্যকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং এলডিসি গ্রাজুয়েশন ও চলমান শ্রম আইন সংশোধন ইস্যুতে তারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলবেন।
জানা গেছে এই সাক্ষাৎ অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ।
অবশ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর পক্ষ থেকে বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
তিনি বলেন, এ বিষয়ে যদি কিছু জানাতে হয়, তাহলে বিএনপি এর পক্ষ থেকে জানানো কবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ টিবিএসকে বলেন, 'দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলব।'
এছাড়া এলডিসি গ্রাজুয়েশন ও শ্রম আইন সংস্কার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। তিনি বলেন এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে বিজিএমইএ। ফলে বিস্তারিত যদি বলতে হয় তারাই বলবেন।
বিষয়টি নিয়ে জানতে আরো অন্তত ছয় জন ব্যবসায়ী নেতাকে ফোন করা হলেও তাদের মধ্যে বেশিরভাগই ফোন ধরেননি এবং দুইজন নেতা ফোন রিসিভ করলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত গত সপ্তাহে হঠাৎ করেই জামায়াত ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর এক সপ্তাহের মাথায় বিএনপি'র সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্যবসায়ী নেতারা।
