যুক্তরাষ্ট্রে পুলিশের ছদ্মবেশে ২ ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে সস্ত্রীক গুলি; এক দম্পতি নিহত, ২ জন হাসপাতালে

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামী শনিবার ভোরে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডে' নিহত হয়েছেন।
একই সময়ে আরেক হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেক আইনপ্রণেতা ও তার স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।
সংবাদমাধ্যমকে গভর্নর ওয়ালজ বলেন, 'আজ ভোরে মিনেসোটায় এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে—আমার বন্ধু ও সহকর্মী স্পিকার মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। এটি দেখে মনে হচ্ছে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড।'
তিনি আরও বলেন, 'আমাদের স্টেট [অঙ্গরাজ্য] একজন দুর্দান্ত নেতাকে হারাল।'
গভর্নর জানান, অন্য এক হামলায় চ্যাম্পলিনের সিনেটর জন হফম্যান ও তার স্ত্রীকে একাধিকবার গুলি করা হয়। তাদের অস্ত্রোপচার করাতে হয়েছে। এই দম্পতির বেঁচে যাওয়ার বিষয়ে তিনি 'সতর্ক আশাবাদ' প্রকাশ করেন।
তিনি বলেন, 'এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা। অথচ শান্তিপূর্ণ সংলাপই গণতন্ত্রের ভিত্তি। আমরা আমাদের মতভেদ সহিংসতা বা বন্দুকের নলের মাথা দিয়ে মেটাই না।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, হামলাকারী নিজেকে পুলিশের ছদ্মবেশে পরিচয় দিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলির পর সে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীকে ধরতে বড় পরিসরে অভিযান শুরু হয়েছে।