ইসরায়েল-ইরান সংঘাত: সৌদি, জাতিসংঘসহ বিশ্বনেতাদের তীব্র নিন্দা ও উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে শুক্রবার ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে 'ইসরায়েলের ইতিহাসে নির্ধারণী মুহূর্ত' আখ্যায়িত করে জানিয়েছেন, এ অভিযানে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে।
ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে।
ইরান এ হামলার 'কঠোর জবাব' দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটি দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অভ স্টাফ মোহাম্মদ বাগেরিও নিহত হয়েছেন। প্রথমদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, তিনি নিহত হননি। তবে এখন একাধিক সংবাদমাধ্যম তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি হামলায় মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান ইরানে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে তৃতীয় দফা হামলা শুরু করেছে।
সংবাদ সংস্থা তাসনিম-এর খবরে আরও বলা হয়, আইআরজিসির আরেক শীর্ষ কর্মকর্তা এবং দুজন পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। নিহত দুই পরমাণু বিজ্ঞানী হলেন মোহাম্মদ মেদহি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।
ইসরায়েল সম্ভাব্য প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।
ইরানে ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
'আজ রাতে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে এই হামলায় জড়িত নই এবং আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর সুরক্ষা নিশ্চিত করা।'
'আমি স্পষ্ট করে বলছি: ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু না করে।'
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
গুতেরেসের মুখপাত্র জানান, 'মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বৃদ্ধি তিনি [মহাসচিব] ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলা বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।'
মহাসচিব আরও বলেন, 'উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। কারণ, এ অঞ্চলের পক্ষে আর সংঘাতে জড়ানো সম্ভব নয়।'
সৌদি আরব
সৌদি আরব এক বিবৃতিতে জানায়, 'ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর ইসরায়েলের স্পষ্ট আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। এটি আন্তর্জাতিক আইন ও বিধান লঙ্ঘনের সামিল।'
বিবৃতিতে আরও বলা হয়, 'যখন সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানাচ্ছে, তখন এটি একইসঙ্গে পুনর্ব্যক্ত করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করার গুরুদায়িত্ব রয়েছে।'
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
'ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে, যা ইতিমধ্যেই অস্থির।'
'আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন তারা এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকে যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।'
'আমরা সবাই বুঝি, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, এবং আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়।'
ওমান (যা ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী)
'ওমান এই ঘটনাকে একটি বিপজ্জনক, বেপরোয়া উত্তেজনা বৃদ্ধির কাজ হিসেবে বিবেচনা করছে, যা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মূলনীতিগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আগ্রাসী ও ধারাবাহিক আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তোলে।'
'ওমানের সুলতানত্ ইসরায়েলকে এই উত্তেজনা ও এর পরিণতির জন্য দায়ী মনে করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় যেন তারা এই বিপজ্জনক পথ অবিলম্বে থামাতে একটি সুস্পষ্ট ও কঠোর অবস্থান গ্রহণ করে।'
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
'আজ ভোরে আমাদের প্রিয় দেশে, শয়তানসুলভ ও রক্তাক্ত হাত দিয়ে জায়নিস্ট শাসন একটি অপরাধ করেছে।'
'ওই শাসন ব্যবস্থাকে কঠিন শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর কৃপায়, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর শক্তিশালী বাহু তাদের বিনা শাস্তিতে ছাড়বে না।'
'এই অপরাধের মাধ্যমে, জায়নিস্ট শাসন নিজের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি তৈরি করেছে, যা তারা অবশ্যই প্রত্যক্ষ করবে।'
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন
'মধ্যপ্রাচ্যে এটি একটি সত্যিকারের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। ভুল হিসাবের ঝুঁকি এখানে খুব বেশি। ওই অঞ্চলের আর কোনো সামরিক পদক্ষেপ বা এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রয়োজন নেই।'
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি
'জাপান পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে প্রয়োজনীয় সব কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি জাপানি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।'
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
'ইন্দোনেশিয়া ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায়।'
'এই হামলা বিদ্যমান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং একটি বিস্তৃত সংঘাতের জন্ম দিতে পারে। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা উত্তেজনা বাড়াতে বা আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।'