বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা নেই: ড. ইউনূস

বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, 'ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর।'
জেটেওর তথ্যানুযায়ী, গত বছরের নভেম্বরে প্রায় ৩০ হাজার হিন্দু ঢাকায় জড়ো হয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হিন্দুদের প্রতি বাংলাদেশের আচরণকে 'বর্বরোচিত' বলে উল্লেখ করেছিলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বলেছেন- এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, '[হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে] আমি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি দুটি কথা বলেছেন। প্রথমত, তারা তাকে (শেখ হাসিনা) রাখতে চান। আমি বলেছি, আমরা আপনাকে বলতে পারব না কী করবেন। তবে খেয়াল রাখবেন যেন তিনি (শেখ হাসিনা) আমাদের নিয়ে কিছু না বলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু না বলেন। তিনি (নরেন্দ্র মোদি) বললেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমি নিয়ন্ত্রণ করতে পারি না।'
ড. ইউনূস আরও বলেন, 'তারা (ভারত) বরাবরই তাকে (শেখ হাসিনা) সমর্থন করেছে। এখনো তারা আশা করছে, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হিসেবে।'
মেহেদী হাসান প্রশ্ন করেন, কেন বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে ১৮ মাস সময় লাগছে? জবাবে ড. ইউনূস বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের দাবির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, 'কেউ এখনই নির্বাচন চায়, আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক। আমাদের অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন।'
অন্তর্বর্তী সরকারের প্রধান আরও উল্লেখ করেন, অন্য দুই দায়িত্ব সময়সাপেক্ষ হওয়ায় নির্বাচন আয়োজন করতে ১৮ মাস লাগছে।