আন্দোলন দমনে সারাদেশে ৩ লাখ, ঢাকা মহানগরে ৯৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ: তদন্ত কর্মকর্তা

জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে শুধু ঢাকা মহানগরেই ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার শুনানিতে ৫৪তম এবং শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তথ্য উপস্থাপন করেন।
তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এসব তথ্য আদালতে তুলে ধরেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্দোলন দমনের জন্য সারা দেশে পতিত সরকারের আমলে তিন লাখ ৫ হাজারের বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে ৯৫ হাজারের বেশি রাউন্ড গুলি ঢাকা মহানগরে ছোড়া হয়।