অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে স্কুলশিক্ষার্থীসহ নিহত ১০

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থীসহ হামলাকারীও রয়েছেন।
শহরটির মেয়র এলকে কাহর এ তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলায় আহত অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধারণা, ঘটনার পর হামলাকারীও আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।