গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা করা জাহাজ থেকে জব্দ করার পর সুইডিশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে (২২) মঙ্গলবার ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা ১২ জন মানবাধিকারকর্মীসহ ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' জব্দ করার পর ইসরায়েলের বন্দরনগরী আশদদে টেনে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।
মন্ত্রণালয় বলেছে, গ্রেটা থুনবার্গকে একটি ফ্লাইটে ফ্রান্সে পাঠানো হয়েছে, সেখানে থেকে তিনি সুইডেনে যাবেন।
ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর থুনবার্গ ও তার সহযাত্রীদের মধ্যে তিনজন স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন, বাকি আটজনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে এবং তারা আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন ।
এই অধিকারকর্মীদের আইনি সহায়তা প্রদানকারী ফিলিস্তিনি সংগঠন আদালাহ জানিয়েছে, তাদের প্রথমে একটি ডিটেনশন সেন্টারে রাখা হতে পারে, তারপর দেশে ফেরতে পাঠানো হবে। আদালতের শুনানির আগে পর্যন্ত তাদের একটি আটক কেন্দ্রের মধ্যে রাখা হবে। তবে এই শুনানি কখন হবে তা এখনও পরিষ্কার নয় ।
ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' –এ থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী ছাড়াও চাল, শিশুদের দুধের ফর্মুলা, ১০০ কেজি ময়দা, ২৫০ কেজি চাল, ডায়াপার, চিকিৎসা সরঞ্জাম প্রভৃতি ছিল।
তারা গাজার মানবিক সংকট সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চেয়েছিলেন।
ইসরায়েল সরকার এই অভিযানে সমর্থনকারী গ্রুপগুলোকে 'হামাসের প্রচারণা' হিসেবে আখ্যায়িত করেছে এবং ত্রাণ সামগ্রী 'বাস্তব মানবিক চ্যানেলের' মাধ্যমে গাজায় পাঠানোর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি বাহিনী আটকদের '৭ অক্টোবর ২০২৩'-এর হামলার ভিডিও দেখানোর চেষ্টা করলেও থুনবার্গসহ বেশিরভাগই তা দেখেননি।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থুনবার্গের বিমানে ফ্রান্স যাওয়ার একটি ছবি প্রকাশ করেছে।
ইসরায়েলি বাহিনী ২০০৭ সাল থেকে হামাসের গাজা নিয়ন্ত্রণের পর থেকে উপকূলীয় অঞ্চলে নৌ অবরোধ আরোপ করেছে।
২০২৩ সালের অক্টোবরের হামাস হামলার পর থেকে এই অবরোধ আরও কঠোর হয়েছে, যার ফলে গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দা মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়েছে।
থুনবার্গের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে।
থুনবার্গের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গাজার মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এটিকে 'হামাসের প্রচারণা' হিসেবে উল্লেখ করেছে ।
তবে থুনবার্গ ও তার সহযাত্রীরা এটিকে মানবিক সহায়তার প্রচেষ্টা হিসেবে দাবি করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নিয়ে মজা করে বলেছেন: 'আমার মনে হয় গ্রেটা থুনবার্গকে আটক করা ছাড়াও ইসরায়েলের যথেষ্ট সমস্যা রয়েছে।'
তিনি বলেন, 'তিনি [গ্রেটা] বয়সে তরুণ, রাগও বেশি ... আমি মনে করি তার কোনো রাগ নিয়ন্ত্রণের ক্লাসে যেতে হবে।'
ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১,২০০ এরও বেশি মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে অপহরণ করা হয়।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলেরর হামলায় ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত মার্চ মাসে ইসরায়েল গাজা অভিমুখী সব ধরনের ত্রাণ সরবরাহের ওপর সম্পূর্ণ ব্লকেড আরোপ করেছে।