ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৩ মে) বোস্টনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় হার্ভার্ড এই সিদ্ধান্তকে মার্কিন সংবিধান ও ফেডারেল আইনের 'স্পষ্ট লঙ্ঘন' বলে উল্লেখ করেছে।
মামলায় বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি এবং এর ৭ হাজারের বেশি ভিসাধারী শিক্ষার্থীর ওপর 'তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক প্রভাব' পড়েছে।
হার্ভার্ড জানায়, 'কলমের এক আঁচড়ে সরকার আমাদের শিক্ষার্থীদের এক-চতুর্থাংশ, অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের—যারা বিশ্ববিদ্যালয় ও এর মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন—হঠাৎ বাদ দিতে চেয়েছে।' প্রতিষ্ঠানটি আরও বলেছে, 'আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া হার্ভার্ড হার্ভার্ড নয়।'
৩৮৯ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটি আদালতের কাছে অনুরোধ করেছে, এই 'আইনবহির্ভূত পদক্ষেপের' কারণে যে 'তাৎক্ষণিক ও অপূরণীয় ক্ষতি' হয়েছে, তা বিবেচনা করে সিদ্ধান্তটি স্থগিত করা হোক। মামলাটি মার্কিন ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোজের কাছে ন্যস্ত হয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন, 'হার্ভার্ড যদি তাদের ক্যাম্পাসে আমেরিকাবিরোধী, ইহুদি-বিরোধী ও সন্ত্রাসপন্থীদের আক্রমণ ঠেকাতে সচেষ্ট হতো, তাহলে এমন পরিস্থিতিতে তাদেরকে পড়তেই হতো না।'
তিনি আরও বলেন, 'হার্ভার্ডের উচিত সময় ও অর্থ নিরাপদ ক্যাম্পাস তৈরিতে ব্যয় করা, অযথা মামলা করার পেছনে নয়।'
বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, 'হার্ভার্ডে সহিংসতা, ইহুদি-বিরোধিতা এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় দেখা গেছে'—এই কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
হার্ভার্ড কম্যুনিটির উদ্দেশে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গার্বার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, 'ফেডারেল সরকার অ্যাকাডেমিক স্বাধীনতা নস্যাৎ করতে, আমাদের পাঠ্যক্রম, শিক্ষকমণ্ডলী ও ছাত্র সংগঠনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যে চাপ দিচ্ছে, এটি তারই অংশ।'
বর্তমানে হার্ভার্ডে প্রায় ৬ হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, সার্টিফিকেশন বাতিলের ফলে হাজার হাজার শিক্ষার্থীকে ভর্তি বাতিল করতে হতে পারে এবং স্নাতকের কয়েক দিন আগে 'অসংখ্য' অ্যাকাডেমিক প্রোগ্রাম, ক্লিনিক, কোর্স ও গবেষণাগার বিশৃঙ্খলার মুখে পড়েছে।
গত ১৬ এপ্রিল হার্ভার্ডে পড়া শিক্ষার্থীদের তথ্য চেয়ে সেক্রেটারি নোয়েম যে অনুরোধ পাঠান, তার পরই আসে এই সিদ্ধান্ত। হার্ভার্ডকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, তথ্য চাওয়া হয়েছিল কারণ প্রতিষ্ঠানটি 'ইহুদি-বিরোধিতার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে', যার ফলে ইহুদি শিক্ষার্থীদের জন্য 'একটি প্রতিকূল পরিবেশ' তৈরি হয়েছে।
বৃহস্পতিবার তিনি বলেন, হার্ভার্ড ৭২ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পর্কিত রেকর্ড—যার মধ্যে গত পাঁচ বছরে তাদের প্রতিবাদ কর্মসূচির ভিডিও বা অডিও ফুটেজও অন্তর্ভুক্ত—সরবরাহ করলে, সার্টিফিকেশন পুনর্বহাল পেতে পারে।
শুক্রবারের চিঠিতে গার্বার জানান, আইনের বাধ্যবাধকতা থাকায় হার্ভার্ড হোমল্যান্ড সিকিউরিটির অনুরোধের উত্তর দিয়েছে।