পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ জন কারাগারে

রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকার চাঁদা দাবি করে একে বিল্ডার্স নামে একটি আবাসন প্রতিষ্ঠানে হামলা ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিরা হলেন, নিলয় হোসেন বাপ্পী (২৯), রাইয়ান (২৮) ও মামুন মোল্লা (৩৩)। গতকাল শনিবার রাত ৩টার দিকে রাজধানীর বাইগারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক সাচ্চু বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর পল্লবী থানাধীন আলব্দীর টেক একে বিল্ডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের সিভিল কনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শরিফুল ইসলাম। গত ১১ জুলাই বিকাল সাড়ে ৫টায় ৩০-৩৫ জন রামদা, পিস্তলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের অফিসে গিয়ে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে।
প্রতিষ্ঠানের সদস্যরা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের মারধর করে ও অফিসের মালামাল ভাঙচুর করে। এতে বাধা দিতে গেলে তাকে অজ্ঞাতনামা একজন গুলি করে।