দুর্যোগ সংস্থা নিয়ে সমালোচনা: কমেডিয়ান রোজি-র মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারায়। বন্যার পর মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক রোজি ও'ডোনেল আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
ট্রাম্প ও রোজির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধ দীর্ঘদিনের। তবে এবারের সমালোচনার পরিপ্রেক্ষিতে রোজির নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি লেখেন, 'রোজি ও'ডোনেল আমাদের মহান দেশের জন্য উপযোগী নন। তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।'
ট্রাম্প এর আগেও অবৈধ অভিবাসীদের গণ-নির্বাসনের পক্ষে মত দিয়েছেন। তবে সম্প্রতি তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে, যাদের সঙ্গে তার মতামত মিলবেনা, তাদের নাগরিকত্বও বাতিল করা যেতে পারে।
ট্রাম্প আরও লেখেন, 'তিনি (রোজি) মানবজাতির জন্য হুমকি। যদি আয়ারল্যান্ড তাকে চায়, তাহলে তিনি সেখানেই থাকুন। ঈশ্বর আমেরিকাকে রক্ষা করুন!'
তবে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কোনো মার্কিন নাগরিকের—যদি তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে থাকেন—তার নাগরিকত্ব বাতিলের অধিকার প্রেসিডেন্টের নেই। উল্লেখ্য, রোজি ও'ডোনেলের জন্ম নিউইয়র্কে।
টেক্সাসে গত ৪ জুলাইয়ের ভয়াবহ বন্যায় ১১৯ জনের মৃত্যুতে শোক জানিয়ে এক টিকটক ভিডিও পোস্ট করেন রোজি। পাশাপাশি তিনি বন্যার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতা ও সেই সঙ্গে আবহাওয়া ও দুর্যোগ পূর্বাভাস সংস্থাগুলোর বাজেট কাটছাঁটের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন।
টেক্সাসে ভয়াবহ এ দুর্যোগের আগে বাসিন্দাদের আরও ভালোভাবে সতর্ক করা যেত কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শুক্রবার এলাকাটি সফর করে ট্রাম্প বলেন, তার প্রশাসন 'পরিস্থিতির আলোকে চমৎকার কাজ করেছে'।
ট্রাম্পের হুমকির জবাবে ইনস্টাগ্রামে রোজি ও'ডোনেল লেখেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সব সময়ই আমাকে অপছন্দ করেন, কারণ আমি জানি তিনি আসলে কে—একজন প্রতারক, যৌন হয়রানিকারী, মিথ্যাবাদী, যিনি গোটা জাতির ক্ষতি করে নিজের স্বার্থসাধনে ব্যস্ত।'