কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি স্থলবাহিনীর 'সংঘর্ষ চলছে'

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারত 'অপারেশন সিন্দুর' নামটি বেছে নিয়েছে।
পাকিস্তান জানিয়েছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি স্থানে অন্তত আটজন নিহত এবং ৩৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আল-জাজিরাকে বলেন, 'কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি স্থলবাহিনীর সংঘর্ষ চলছে। পাল্টা গুলি বিনিময় চলছে; আমরা কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছি।'
তিনি আরও বলেন, 'এছাড়া আকাশসীমায় উত্তেজনা চলছে। আমরা পাঁচটি বিমান ভূপাতিত করেছি। এটি একটি চলমান পরিস্থিতি, যা ক্রমশ বেড়ে চলেছে।'
তারার বলেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী ১০টায় (পাকিস্তান সময়) জাতীয় নিরাপত্তা মিটিং ডেকেছেন। এটি আমাদের সর্বোচ্চ ফোরাম, যেখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।'