‘অপারেশন সিন্দুর’: ভারতের দাবি বিমান হামলায় নিহত ৭০, ৫ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

সারসংক্ষেপ
- ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানে ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
- পাকিস্তান জানিয়েছে, এসব হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
- পাকিস্তানের আরও দাবি, তারা ভারতের পাঁচটি সামরিক বিমান ভূপাতিত করেছে।
- ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
- পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে।
ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা বুধবার হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।
সন্ধ্যা ৭ টা- বিবিসি
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির জাতীয় সংসদে দাবি করেছেন, পাকিস্তানি বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে।
তিনি জানান, এর মধ্যে দুটি যুদ্ধবিমান কাশ্মীরে এবং একটি ভারতের ভাটিন্ডা এলাকায় ভেঙে পড়েছে।
শরিফের এই বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর আগের দাবিরই পুনরাবৃত্তি। তবে ভারত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সন্ধ্যা ৭ টা- ডন
ভারত-পাকিস্তানকে সতর্ক করল তালেবান সরকার: 'উত্তেজনা অঞ্চলের স্বার্থে নয়'
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনার পর আফগানিস্তানের তালেবান সরকার দুই দেশকে সতর্ক করে বলেছে, উত্তেজনা বাড়ানো 'এই অঞ্চলের স্বার্থে নয়'।
ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, 'আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে বিরোধ মেটানোর পরামর্শ দিচ্ছি'।
সন্ধ্যা ৬টা- ডন
ভারতের পদক্ষেপ সাজানো নাটকের মতো: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পেহেলগাম হামলার পর থেকে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে গত রাতের বিমান হামলাসহ—তাতে তা একটি 'সাজানো নাটকীয় মহড়া'র মতো বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি বলেন, 'আসলে কী ঘটেছে, তা সময়ই বলে দেবে।' দার জানান, পাকিস্তান আগেই ভারত থেকে সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পেয়েছিল—গতকাল রাত ১০টার দিকে এ ধরনের তথ্য আসে।
'আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এখনো সংযম দেখাচ্ছে,' বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, 'নির্দেশনা ছিল কেবল সেই ভারতীয় যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করার, যারা বোমা ফেলেছিল। এ কারণেই মাত্র পাঁচটি জেট গুলি করে নামানো হয়েছে। যদি নির্দেশনা ভিন্ন হতো, তাহলে ১০ থেকে ১২টি জেট ভূপাতিত করা হতো।'
বিকাল ৫ টা ৩৫ মিনিট - বিবিসি
নিহতের সংখ্যা বেড়ে ১৫, জানাল ভারতের সেনাবাহিনী
পাকিস্তানের কামান থেকে গোলাবর্ষণের ঘটনায় ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আহত হয়েছেন আরও ৪৩ জন। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় বিবিসি।
সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় এ গোলাবর্ষণ চালানো হয়।
এর আগে পাকিস্তান জানায়, ভারতের বিমান হামলা ও আন্তসীমান্ত গোলাবর্ষণে তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছেন।
দুপুর ২টা – আল জাজিরা
ইউরোপ সফর বাতিল করলেন মোদি, নিরাপত্তা ইস্যুতে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক
পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ইউরোপ সফর বাতিল করেছেন। পাশাপাশি তিনি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করছেন।
কাশ্মীরেও উত্তেজনা ছড়িয়েছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে রাতভর গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা জানিয়েছেন, সারারাত ধরে তীব্র গোলাবর্ষণ হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। বহু মানুষ দীর্ঘ সময় ধরে অব্যবহৃত বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন।
দুপুর ১২টা ৫৫ মিনিট – রয়টার্স
ভারতের হামলা চালানো ৯টি ক্যাম্পের তালিকা প্রকাশ
'অপারেশন সিন্দুর'-এর অংশ হিসেবে ভারত যে ৯টি ক্যাম্পে হামলা চালিয়েছে বলে জানিয়েছে, তার তালিকা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।
ক্যাম্পগুলো হলো:
- কাজ সুবহান আল্লাহ, বহাওয়ালপুর
- মারকাজ তাইয়েবা, মুরিদকে
- সারজাল, তেহরা কালান
- মেহমুনা জোয়া ফ্যাসিলিটি, শিয়ালকোট
- মারকাজ আহলে হাদিস বারনালা, ভিম্বার
- মারকাজ আব্বাস, কোটলি
- মাসকার রাহিল শহিদ, কোটলি
- শোয়াই নাল্লা ক্যাম্প, মুজাফফরাবাদ
- মারকাজ সাইয়্যেদনা বিলাল, মুজাফফরাবাদ
ভারতীয় কর্মকর্তাদের দাবি, এই সব ক্যাম্প থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালিত হতো।
দুপুর ১২টা ৫৪ মিনিট – বিবিসি
ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে
ভারতীয় সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, সীমান্তবর্তী গোলাবর্ষণে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
সব মৃত্যুর ঘটনাই ঘটেছে পুঞ্চ জেলায়। এটি যা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি অবস্থিত। এই রেখাই কার্যত ভারত ও পাকিস্তানের সীমান্ত হিসেবে বিবেচিত।
আজ সকালে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের একাধিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন আহত হয়েছেন।
দুপুর ১২টা ৩২ মিনিট – রয়টার্স
দুই দেশকে ধৈর্য ধরতে রাশিয়ার আহ্বান
ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশ যেন ধৈর্য বজায় রাখে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়।
ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
দুপুর ১২টা ১৯ মিনিট – রয়টার্স
ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও আজাদ জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে 'উসকানি ছাড়াই ভারতীয় হামলার' প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'ভারতের এই নগ্ন আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সম্পর্কের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি।'
পাকিস্তান ভারতীয় পক্ষের সব যুক্তিকে 'ভিত্তিহীন' ও 'অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'ভারতের এমন বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।'
দুপুর ১২টা ৫ মিনিট – এনডিটিভি
ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ জন নিহতের দাবি ভারতের
ভারতের সরকারি সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে পাকিস্তান ও পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। এসব হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহতের দাবি ভারতীয় সূত্রের
সকাল ১১টা ৪১ মিনিট – রয়টার্স
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে
ভারতীয় কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পরিস্থিতি পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই তারা কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না।
সকাল ১১টা ৩০ মিনিট – আল জাজিরা
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের ও পাকিস্তানি স্থলবাহিনীর সংঘর্ষ চলছে
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আল-জাজিরাকে বলেন, 'কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি স্থলবাহিনীর সংঘর্ষ চলছে। পাল্টা গুলি বিনিময় চলছে; আমরা কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছি।'
সকাল ১১টা ১৪ মিনিট – রয়টার্স
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে বলেন:
- কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার জন্যই চালানো হয়েছিল।
- ভারতের গোয়েন্দা সংস্থার হাতে পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।
- পাকিস্তান 'জঙ্গিদের' জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল।
- সকালে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের জবাব দেওয়া হয়েছে।
- এই হামলা সীমান্তের ওপারে জঙ্গি অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে চালানো হয়েছে।
সকাল ১১টা ৫ মিনিট – দ্য হিন্দু
বেসামরিক, সামরিক বা অর্থনৈতিক কোনো স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না: ভারত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) জঙ্গি ঘাঁটিতে হামলার পর ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার শীর্ষ নেতাদের ব্রিফ করেছে। দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর ঘাঁটি। তাদের বিরুদ্ধে 'বিশ্বস্ত তথ্যসূত্র, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও পর্যাপ্ত প্রমাণ' পাওয়া গেছে।
গত দুই সপ্তাহে এই পাঁচ দেশের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ রেখেছেন। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভারত সফরের কথা রয়েছে। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, তার আগমন কয়েক ঘণ্টা দেরি হচ্ছে।
ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক ও নিখুঁত। এগুলো পরিমিত, দায়িত্বশীল এবং উত্তেজনা বাড়ায়নি। কোনো পাকিস্তানি বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি—শুধু পরিচিত জঙ্গি ঘাঁটিগুলোকেই লক্ষ্য করা হয়েছে।'
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা আশা করেছিল 'পাকিস্তান জঙ্গি ও তাদের সহযোগী অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু গত দুই সপ্তাহে পাকিস্তান শুধু অস্বীকৃতি জানিয়েছে। বরং ভারতের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশন-এর অভিযোগও এনেছে।'
সকাল ১১টা – রয়টার্স
'ভারতের জবাব আমরা আমাদের পছন্দসই সময়, স্থান ও উপায়ে দেব'
পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, 'ভারতের জবাব আমরা আমাদের পছন্দসই সময়, স্থান ও উপায়ে দেব।'
সকাল ১০টা ৫৭ মিনিট – রয়টার্স
ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহতের দাবি পাকিস্তানের
পাকিস্তানের দাবি, ভারতের হামলায় তাদের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।
সকাল ১০টা ৫৬ মিনিট – রয়টার্স
পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ জন নিহতের দাবি ভারতের
ভারতীয় পুলিশের বরাতে জানানো হয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
সকাল ১০টা ৪০ মিনিট – সিএনএন
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য 'অপারেশন সিন্দুর' নামটি বেছে নিল ভারত
ভারত বুধবার (৭ মে) পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারত 'অপারেশন সিন্দুর' নামটি বেছে নিয়েছে। এটিকে ধর্মীয় প্রতীকে পরিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
'অপারেশন সিন্দুর' নামের তাৎপর্য কী?
সকাল ১০টা ২২ মিনিট – রয়টার্স
এশিয়ার বেশ কিছু বিমান সংস্থা তাদের ফ্লাইটের রুট পরিবর্তন ও বাতিল করছে
- ভিয়েতনামের বিমান সংস্থা জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তাদের রুট পরিকল্পনায় পরিবর্তন আসবে।
- দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা জানিয়েছে, সিউল থেকে দুবাইগামী ফ্লাইট এখন থেকে পাকিস্তান এড়িয়ে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের আকাশপথ ব্যবহার করবে।
- থাইল্যান্ডের বিমান সংস্থা জানিয়েছে, ইউরোপ ও দক্ষিণ এশিয়ামুখী ফ্লাইট ভিন্ন রুটে চলবে এবং কিছু ফ্লাইট দেরি হতে পারে।
- তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকল্প পরিকল্পনা কার্যকর করেছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
- তাইপের পাশে অবস্থিত তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্যমতে, বুধবারের লন্ডনগামী চায়না এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি স্থলবাহিনীর 'সংঘর্ষ চলছে'
সকাল ১০টা ২২ মিনিট – রয়টার্স
ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী
ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে।
'সাদা পতাকা উড়িয়ে' পরাজয় স্বীকার করেছে ভারত: দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর
এর আগে, ভারত বুধবার (৭ মে) পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। এসব জায়গা থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটি।
পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের চালানো অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।
পাকিস্তান আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় বাহিনী বেসামরিক এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে।
তবে কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি স্থলবাহিনীর সংঘর্ষে নতুন করে আরও মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে ভারতের চালানো ২৪টি ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহত হয়েছে। 'অপারেশন সিন্দুর' একটি 'সাধারণ সামরিক অভিযানের চেয়ে বেশি কিছু' দাবি তাদের।
গত মাসে ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। তারই প্রেক্ষিতে ভারত এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে প্রতিবেশী ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী মধ্যরাতের পর ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে দুইটি ভারতীয় জেট ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পরে রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভির খবরে তৃতীয় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, 'পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরও একটি ভারতীয় রাফাল জেট গুলি করে নামিয়েছে।'
এরপর ভোর ৪টার দিকে সেনাবাহিনীর মুখপাত্র ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য জানিয়ে বলেন, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
ভোর ৫টার পর প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রী নিশ্চিত করেন, পাকিস্তান আরও দুটি ভারতীয় জেট ভূপাতিত করেছে।
এদিকে, বুধবার ভারতের অভ্যন্তরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানায়নি দেশটি।
সূত্র জানায়, বিধস্ত হওয়া যুদ্ধ বিমানগুলোর মধ্যে দুটি ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এবং একটি পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে। পাইলটদের অবস্থা এখনও স্পষ্ট নয়।