শেখ সাদীর কবিতায় শান্তির আহ্বান, ভারত-পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।
শতাব্দী প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথা তুলে ধরে এবং এক ১৩শ শতকের পারস্য কবিতার উদ্ধৃতি দিয়ে ইরান জানিয়েছে, এ অঞ্চলে উত্তেজনা কমাতে তারা প্রস্তুত।
শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, 'ভারত ও পাকিস্তান ইরানের বন্ধুসুলভ প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে গড়ে উঠেছে। অন্য প্রতিবেশীদের মতো, তারাও আমাদের কাছে অগ্রাধিকার। এ কঠিন সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে আমাদের ভালো সম্পর্ক ব্যবহার করে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তেহরান প্রস্তুত।'
আরাকচির এই বিবৃতির সঙ্গে যুক্ত ছিল, বিখ্যাত ইরানি কবি শেখ সাদীর লেখা ১৩শ শতকের কবিতা 'বনী আদম'-এর একটি উদ্ধৃতি: 'মানবজাতি এক অবিচ্ছিন্ন ঐক্যের অংশ, একই উৎস থেকে তাদের সৃষ্টি, যদি কখনো একটি অঙ্গে আঘাত লাগে, অন্যান্য অঙ্গ শান্ত থাকতে পারে না।'
২০০৯ সালে ইরানিদের নববর্ষের শুভেচ্ছাবার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামাও 'বানী আদম' কবিতার উদ্ধৃতি ব্যবহার করেন।
ইরানের মতোই উত্তেজনা কমাতে উদ্যোগ নিয়েছে সৌদি আরবও। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।
এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, 'সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পহেলগাঁও হামলা ও এর সীমান্ত-সংযোগ নিয়ে আলোচনা করেছি।'