ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো দরকষাকষি হবে না: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো দরকষাকষি হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার আগে বুধবার (১৬ এপ্রিল) এই মন্তব্য করেন তিনি। আগামী সপ্তাহের শেষের দিকে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার ওমানে শুরু হওয়া আলোচনায় উপসাগরীয় রাষ্ট্রটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম বৈঠক ছিল এটি। কোনো চুক্তি না হলে সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার শীর্ষ মার্কিন মধ্যস্ততাকারী স্টিভ উইটকফের একটি মন্তব্যের জবাবে এই কথা বলেন আরাকচি। উইটকফ বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে 'তার পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে ও বাদ দিতে হবে।'
আরাকচি বলেছেন, 'উইটকফের কাছ থেকে আমরা পরস্পরবিরোধী বক্তব্য শুনেছি। তবে প্রকৃত অবস্থান স্পষ্ট হবে আলোচনার টেবিলে।'
তিনি আরও বলেন, 'ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে যেকোনো উদ্বেগ নিরসনে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত। তবে সমৃদ্ধকরণের মৌলিক অধিকার নিয়ে কোনো দরকষাকষি হবে না।'
গত সপ্তাহের শেষে ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে উভয় পক্ষই 'ইতিবাচক ও গঠনমূলক' হিসেবে বর্ণনা করেছে।
পশ্চিমা শক্তিগুলো বলছে, ইরান ইউরেনিয়ামকে এমন একটি উচ্চমাত্রায় সমৃদ্ধ করছে, যা শুধু শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচি নয়, বরং পারমাণবিক বোমার জন্য উপযোগী স্তরের কাছাকাছি। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।
বুধবার ইরানের সংবাদমাধ্যম সূত্র উল্লেখ না করে জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। এর আগে ঘোষণা করা হয়েছিল, আলোচনা পুনরায় ওমানে শুরু হবে। এ বিষয়ে অবগত সূত্রগুলো রয়টার্সকে স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার স্থান পরিবর্তনকে একটি গোলপোস্টের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, স্থান বদলালে সেটি 'যেকোনো শুরুকে বিপদে ফেলতে পারে' এবং এটি ছিল 'পেশাদার ভুল'।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক সাইটগুলোর তদারকির দায়িত্বে থাকা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি রোমে অনুষ্ঠিত আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি নিশ্চিত করেছেন, আলোচনা রোমে অনুষ্ঠিত হবে। তবে তিনি বলেছেন, ইতালি এতে অংশগ্রহণ করবে না।
তাজানি একটি বিবৃতিতে বলেছেন, 'ইতালি শুধু শান্তির জন্য একটি সেতু হতে চায়; আমাদের কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা নেই। এ ধরনের সূক্ষ্ম আলোচনা সংশ্লিষ্ট পক্ষগুলোর এবং তাদের বাস্তব ফলাফল অর্জনের ইচ্ছার ওপর নির্ভর করে।'
বৃহস্পতিবার আরাকচি রাশিয়া সফরের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি বার্তা পৌঁছে দেবেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক্স-এ লিখেছেন, 'গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনাবলীর মধ্যে ইরান ও রুশ কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ, অবিচ্ছিন্ন এবং আস্থাভিত্তিক যোগাযোগ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।'
রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত কি না, এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। এই মজুদ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু চুক্তির অংশ হতে পারে।
ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, তেহরান সম্ভবত একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, যাতে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাশিয়ার মতো কোনো তৃতীয় দেশে পাঠাতে পারবে, তা প্রত্যাখ্যান করতে পারে।