বর্তমান পরিস্থিতিতে 'টার্নিং পয়েন্ট' হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব।
তিনি সাংবাদিকদের বলেন, 'প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ড. ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।'
বিএনপি মহাসচিব আরও বলেন, 'রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক ভূমিকা রাখবে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটা বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট। বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে, রাজনীতিতে নতুন ডাইমেনশন আসবে; সম্ভাবনা তৈরি হবে।'
মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক।
তিনি আরও বলেন, 'নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। নতুন রাজনৈতিক চিন্তা সৃষ্টির ফলে সরকারে চাপ বা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দুই নেতার বৈঠক একটা বড় সুযোগ অনেক সমস্যা সমাধান করার।'
ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টি ছিল না।
গতকাল সোমবার পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ ও অ্যাডভাইজারি সার্ভিস নিয়ে আলোচনা হতে পারে বলে জানান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়া সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধান উপদেষ্টার। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারের নীতিনির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবে।
দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আগামী ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।
মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সংগতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এ বছরের সম্মানজনক 'কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ডের' জন্য প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস'স প্যালেসে এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ড. ইউনূসের এই পুরস্কার গ্রহণের কথা রয়েছে।
সফর শেষে আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।