ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক তালিকায় রাশিয়া নেই কেন, ব্যাখ্যা করলেন হোয়াইট হাউসের কর্মকর্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপ করা দেশের তালিকায় রাশিয়ার অনুপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নজর এড়ায়নি।
সমালোচকরা ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নতজানু হওয়ার অভিযোগ এনেছেন, কারণ ট্রাম্প বহু বছর ধরে তার [পুতিন] প্রশংসা করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অ্যাক্সিওসকে বলেছেন, এ তালিকায় রাশিয়া না থাকার কারণ হলো, ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যকে বাধাগ্রস্ত করেছে।
যুক্তরাষ্ট্র-রাশিয়া বার্ষিক বাণিজ্য বছরে মাত্র ৩৫০ কোটি ডলারে নেমে এসেছে।
একই কারণে কিউবা, উত্তর কোরিয়া ও রাশিয়ার শীর্ষ মিত্র বেলারুশকে ট্রাম্পের নতুন শুল্ক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান লেভিট।