যুক্তরাষ্ট্র বহু বছর ভেনেজুয়েলার শাসনকাজ 'তদারকি' করতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র বহু বছর ভেনেজুয়েলার শাসনকাজ 'তদারকি' করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি'র।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত শনিবার মার্কিন বাহিনীর এক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর দক্ষিণ আমেরিকার এই দেশটির শাসনকাজ প্রশাসন কত দিন 'তদারকি' করবে, তা কেবল সময়ই বলে দেবে'।
মাদুরোর অনুগত দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে ভেনেজুয়েলায় কবে বা আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।
এদিকে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে একটি 'অপরিবর্তনযোগ্য প্রক্রিয়া' শুরু হয়েছে, যা ভেনেজুয়েলাকে 'মুক্ত' করার দিকে নিয়ে যাবে।
তেলসমৃদ্ধ এই দেশটির প্রশাসন চালানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কয়েক দিন পর নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা ভেনেজুয়েলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাকে প্রশ্ন করেন।
এর আগে বুধবার হোয়াইট হাউস জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্র 'অনির্দিষ্টকালের জন্য' নিয়ন্ত্রণ করবে।
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, কারাকাসের অন্তর্বর্তী সরকারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ভেনেজুয়েলার তেল বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব জরুরি।
ট্রাম্প জানান, বিশ্বের বৃহত্তম তেল মজুত থাকা ভেনেজুয়েলা থেকে তার প্রশাসন 'তেল নেবে'। তবে দেশটির তেল শিল্পকে সচল করতে 'কিছুটা সময় লাগবে' বলেও তিনি স্বীকার করেন।
মাদুরো সরকার ও তার পূর্বসূরিদের অব্যবস্থাপনা, সেই সঙ্গে বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।
নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেলসি রদ্রিগেজের সঙ্গে 'সারাক্ষণ যোগাযোগ' রাখছেন। উল্লেখ্য, মাদুরো অনুগতদের নিয়ন্ত্রণাধীন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনোনীত করেছিল।
তিনি আরও বলেন, রদ্রিগেজ 'আমাদের প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছেন'।
এর আগে ট্রাম্প বলেছিলেন, অন্তর্বর্তী সরকার তাদের তেল বিক্রির অর্থ শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কেনার জন্য ব্যবহার করতে সম্মত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের মতে, রদ্রিগেজকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণ সম্পর্কে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।
ভেনেজুয়েলা-বিষয়ক অনেক বিশ্লেষক আশা করেছিলেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরপরই বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ ও মারিয়া কোরিনা মাচাদো দ্রুত দেশে ফিরে আসবেন।
তবে মার্কিন অভিযানের পর প্রথম সংবাদ সম্মেলনে ট্রাম্প মাচাদোর বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার মতো 'শ্রদ্ধা' ও সমর্থন মাচাদোর নেই।
ট্রাম্প বলেন, 'আমি মনে করি তার পক্ষে নেতা হওয়া খুব কঠিন হবে।'
