অধিকাংশ আমদানির ওপর প্রায় ২০ শতাংশ শুল্কারোপের পরামর্শ ট্রাম্পের সহকারীদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সহকারীরা দেশটির অধিকাংশ আমদানির ওপর প্রায় ২০ শতাংশ শুল্কারোপের পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প এরমধ্যেই অনেক দেশের ওপর শুল্কারোপ করেছেন তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতিকে উল্লেখ করে । এই অবস্থায়, ট্রাম্প শুল্কারোপের আরেকটি বড় পরিকল্পনা ঘোষণা করবেন বলে ইতঃপূর্বে জানানো হয়।
বৈশ্বিক বাজার ও ভোক্তারা যখন এনিয়ে উৎকণ্ঠায়— তারমধ্যেই এখবর দিয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট।
আগামীকাল বুধবারেই ব্যাপকভাবে নতুন শুল্কের এই ঘোষণা দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। রোববার তিনি বলেছিলেন, সব দেশই এ শুল্কের আওতায় আসবে।
এরপর সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, যেসব দেশ আমেরিকানদের সাথে অন্যায্য আচরণ করেছে—তাদের সবাই শুল্কের আওতায় আসবে।
হোয়াইট হাউসের উপদেষ্টারা ওয়াশিংটন পোস্টকে জানান, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একাধিক উপায় নিয়ে ভাবা হচ্ছে।
আমদানি শুল্ক বাবদ লাখ লাখ কোটি ডলার শুল্ক আয়ের প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন, যা দিয়ে কর ছাড় বা রিফান্ড দেওয়া হবে বলেও গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাম না প্রকাশের সূত্রে বিষয়টি পোস্টকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট তিন কর্মকর্তা।
এদিকে এই প্রস্তাবের বিষয়ে মন্তব্য চাওয়া হলে— তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেননি হোয়াইট হাউসের প্রতিনিধি বা মুখপাত্ররা।
ট্রাম্পের নতুন শুল্কারোপের বিস্তারিত জানতে চাপা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। রিপাবলিকান এই প্রেসিডেন্ট এরমধ্যেই অ্যালুমিনিয়াম, ইস্পাত, গাড়িসহ বেশকিছু পণ্যের ওপর শুল্কের চাপ বাড়িয়েছেন। এছাড়া চীন থেকে আমদানি করা সব পন্যেও বাড়িয়েছেন শুল্কভার।