ভূমিকম্পে যেভাবে ধসে পড়ল ব্যাংককের নির্মাণাধীন উচ্চ ভবন

মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প থাইল্যান্ডেও তীব্রভাবে অনুভূত হয়েছে। এতে রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। খবর বিবিসির
পুলিশ এবং চিকিৎসাকর্মী সূত্রে জানা গেছে ভবনে কর্মরত অন্তত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার পার্শ্ববর্তী মিয়ানমারে ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প আঘাত হানে, যার পরপরই একটি প্রবল আফটারশক (পরাঘাত) অনুভূত হয়।
ব্যাংককের চাতুচাক এলাকায় শ্রমিকদের ঘটনাস্থল থেকে নিরাপদে স্থানে সরে যেতে দেখা গেছে।
এদিকে, ঘটনার পরপরই ভবনগুলো দুলতে থাকায় এবং ছাদের সুইমিং পুল থেকে পানি উপচে পড়ায় শহরের অন্যান্য এলাকায় আতঙ্কিত জনতা রাস্তায় নেমে আসে।