ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত অন্তত ৫৪, নিখোঁজ আরও ১৩

ইন্দোনেশিয়ার একটি স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আরও এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি'র।
গত সোমবার পূর্ব জাভায় আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে (পেসানত্রেন) নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটিতে শত শত কিশোর শিক্ষার্থী নামাজ পড়তে জমায়েত হয়েছিল বলে জানা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এটি এ বছরের মধ্যে ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকর্মীরা আজকের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ১৩ জনের সন্ধান শেষ করার আশা করছে।
ভবন ধসের কারণ এখনো তদন্তাধীন। কর্মকর্তাদের ধারণা, ভবনটির ভিত্তি দুর্বল থাকায় এটি ধসে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান বুদি ইরাওয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৫ সালে এখন পর্যন্ত প্রাকৃতিক বা অন্য কোনো দুর্যোগে এত বেশি প্রাণহানি ঘটেনি, যতটা ঘটেছে সিদোয়ারজোতে।'
নিহতদের মধ্যে অন্তত দুজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।
আল খোজিনি ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী ইসলামি বোর্ডিং স্কুল, যাকে স্থানীয়ভাবে 'পেসানত্রেন' বলা হয়। দেশটির অনেক পেসানত্রেন অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হয়। ফলে সেখানে নিয়মিত তদারকি বা শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণ থাকে না। আল খোজিনির ভবন সম্প্রসারণের জন্য অনুমতি ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতর সরু ফাঁক থাকায় উদ্ধারকর্মীদের নড়াচড়া করা কষ্টকর হয়ে পড়েছে।