রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: ট্রাম্পের দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, সম্ভবত 'কয়েক সপ্তাহের মধ্যে' রাশিয়া-ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি এও বলেছেন, মস্কো যদি এ ধরনের চুক্তিতে সম্মত হয়, তাহলে তাদের ওপর থেকে ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হতে পারে।
মঙ্গলবার ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপের কথা উল্লেখ করে উইটকফ তাদের কথোপকথনকে 'মহাকাব্যিক' ও 'রূপান্তরমূলক' বলে প্রশংসা করেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন একে অপরের সঙ্গে একমত। তাদের ফোনালাপটিও ফলপ্রসূ।
তিনি নিশ্চিত করেন, এই দুই নেতা 'উভয়পক্ষের (রাশিয়া ও ইউক্রেন) জ্বালানি অবকাঠামো ও বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার' বিষয়ে একমত হয়েছেন। একইসঙ্গে তারা 'কৃষ্ণ সাগর অঞ্চলে নৌযান এবং শস্য ও এ জাতীয় পণ্য বহনকারী জাহাজগুলোতে হামলা বন্ধে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
উইটকফ আশা প্রকাশ করেছেন যে এই প্রাথমিক পদক্ষেপগুলো 'একটি পূর্ণ যুদ্ধবিরতিতে পরিণত হবে, যা কিছুটা জটিল। কারণ, সেখানে ২ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে, [রাশিয়ার] কুরস্ক [অঞ্চল] রয়েছে এবং এর সঙ্গে আরও অনেক বিস্তারিত বিষয় জড়িত।'
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। তবে এক আদেশের পরই রাশিয়া নিজেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনগুলো ভূপাতিত করেছে। এ প্রসঙ্গ উল্লেখ করে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ এই দূত বলেন, 'আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন সৎ বিশ্বাসে কাজ করছেন।'
উইটকফের মতে, 'গত সাড়ে তিন বছরের তুলনায় মঙ্গলবার (১৮ মার্চ) অনেক বেশি অগ্রগতি হয়েছে'। ট্রাম্প ও পুতিন কীভাবে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করেছেন।
সেইসঙ্গে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে সৌদি আরবে টেকনিক্যাল টিমগুলোর মধ্যে সাক্ষাতের কথা রয়েছে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের বিশেষ এই প্রতিনিধি।
তিনি বলেন, 'আমি আসলে মনে করি কয়েক সপ্তাহের মধ্যে, আমরা [একটি যুদ্ধবিরতি] করতে পারব।'
সৌদি আরবে ট্রাম্প ও পুতিন সরাসরি বৈঠকে অংশ নিতে পারেন কি-না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের এই দূত বলেন, 'আমার সবচেয়ে ভাল ধারণা হলো, এটি হওয়ার সমূহ সম্ভাবনা আছে।'