কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময় ফুরিয়ে আসছে: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কুর্স্ক অঞ্চলে ঘেরাও হয়ে পড়া ইউক্রেনীয় সেনাদের অস্ত্রসমর্পণ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্রস্তাব দিয়েছেন– তা এখনও কার্যকর রয়েছে। তবে এর সময় ফুরিয়ে আসছে।
পেশকভ রুশ বার্তাসংস্থা তাস এজেন্সিকে বলেন, 'এটা (অস্ত্রসমর্পণের সুযোগ) এখনও বলবৎ আছে। কিন্তু তাঁদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।
এর আগে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, 'এবিষয়ে আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, যদি ইউক্রেনীয় সেনারা তাঁদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে, তাহলে তাঁদের জীবনের নিশ্চয়তাসহ আন্তর্জাতিক ও রাশিয়ান ফেডারেশনের আইন অনুসারে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হবে।'
তবে এই ক্ষমা পেতে হলে, কিয়েভের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিতে হবে বলেও জানান তিনি।
ইউক্রেনীয় সেনারা কুর্স্কে যখন কোণঠাসা অবস্থায়, তখন তাদের আত্মসমর্পণ করার চাপ বাড়াচ্ছে রাশিয়া। দিমিত্রি পেসকভের কথায় মিললো তারই ইঙ্গিত।
মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের প্রাণভিক্ষা দিতে রাজি হন পুতিন।