ভারতে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আনছে এয়ারটেল, স্পেসএক্সের সঙ্গে চুক্তি

ভারতে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চালু করতে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসেক্সের সঙ্গে চুক্তি করেছে এয়ারটেল।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় টেলিকম সংস্থাটি জানিয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের স্টারলিংক সরঞ্জাম ও পরিষেবা প্রদানে স্পেসএক্স ও এয়ারটেল একসঙ্গে কাজ করবে। পাশাপাশি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে। তবে স্পেসএক্সকে ভারতে স্টারলিংকের ইন্টারনেট বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।
আরও বলা হয়েছে, এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে ভারতে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টারলিংক কীভাবে এগোতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে চুক্তিতে। স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে ইতোমধ্যেই ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গে কাজ করছে এয়ারটেল। এর সঙ্গে স্টারলিংক যুক্ত হলে প্রান্তিক এলাকাগুলোতে এয়ারটেল নিজের পরিষেবার ব্যবসায়িক কলেবর বাড়াতে পারবে।
এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক গোপাল মিত্তল বলেছেন, 'স্পেসএক্সের সঙ্গে অংশীদারে স্টারলিংক পরিষেবা আনার এই পদক্ষেপ এয়ারটেলের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আমাদের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ।'
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ পর এ ঘোষণা এল।