ফিলিস্তিনের পতাকা হাতে ‘বিগ বেন’ টাওয়ারে ঝুলে ছিলেন ১৬ ঘণ্টা: অবশেষে গ্রেপ্তার

ফিলিস্তিনের পতাকা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের বিগ বেনের এলিজাবেথ টাওয়ার বেয়ে ওঠা এক ব্যক্তিকে ১৬ ঘণ্টারও বেশি সময় পর নামানো হয়েছে। খবর বিবিসর।
খালি পায়ে লোকটি শনিবার সকালে ওয়েস্টমিনিস্টার প্রাসাদে টাওয়ার বেয়ে উঠে কয়েক মিটার উপরে একটি কর্নারে চলে গিয়েছিলেন।
তাকে নামাতে তার সঙ্গে কথোপকথন চালান দেশটির ফায়ার বিগ্রেডের কর্মীরা। সেখানে তিনি তাদের বলেন, তিনি তার শর্তে নামবেন।
ওই কর্মীরা তার সঙ্গে কথা বলার জন্য একটি ক্রেনে উঠেছিলেন এবং মধ্যরাতে বিগ বেন থেকে অনুপ্রবেশকারী অবশেষে চেরি পিকারে নেমে আসে।
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, "আপনি যদি আমার দিকে আসেন, তবে আপনি আমাকে বিপদে ফেলছেন, আর আমি আরও ওপরে উঠব।"
তিনি নিজের এই টাওয়ার বেয়ে ওঠার দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন এবং জানান, তিনি 'পুলিশ নিপীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার' বিরুদ্ধে প্রতিবাদ করছেন।
মেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময়৭টা ২৪ মিনিটে অফিসারদের টাওয়ারে ডাকা হয়। এই ঘটনার কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ করে দেওয়া হয় এবং সংসদের দর্শনার্থীদের জন্য নির্ধারিত সফর বাতিল করা হয়।
অন্তত নয়টি জরুরি পরিষেবার যানবাহন লন্ডনের ব্রিজ স্ট্রিটে অপেক্ষমাণ ছিল। তখন ওপার থেকে পুলিশ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছিল।
স্থানীয় সময় প্রায় ১০টার দিকে ফায়ার ব্রিগেডের একটি ক্রেনে তিনজন কর্মীকে কয়েক মিটার ওপরে তোলা হয়। এ সময় একজন ব্যক্তি মেগাফোন ব্যবহার করে টাওয়ারের প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।
এরপর পুরো দিন ও রাত জুড়ে দুই পক্ষের আলোচনা চলতে থাকে।
ওই ব্যক্তি প্রথমে পার্লামেন্টের মাঠে প্রবেশ করেন। কয়েক ধাপ হেঁটে দ্রুত একটি রেলিং পার হয়ে এলিজাবেথ টাওয়ারের পাশে উঠতে শুরু করেন।
এক পর্যায়ে, তিনি টাওয়ার বেয়ে ওঠার সুবিধার্থে জুতা খুলে ফেলেন। এতে তিনি পায়ে আঘাত পান এবং টাওয়ারের পাথরের গাঁথুনিতে রক্তের দাগ দেখা যায়।
পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাকে মাটিতে থেকে লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে সে নিরাপদে নামতে পারবে কি না।
সারাদিনের তোলা ছবিতে দেখা যায়, তিনি ফিলিস্তিনি পতাকা হাতে টাওয়ারের ধারে বসে আছেন এবং টাওয়ারের কারুকার্য করা পাথরের চারপাশে একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ স্কার্ফ জড়িয়ে রেখেছেন।