খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার চেয়ে কিয়েভের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলোচকরা। বিষয়টি নিয়ে আলোচনার সময় ওয়াশিংটন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করার সম্ভাবনার কথাও উত্থাপন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র জানায়, স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের সেবা অব্যাহত রাখা নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে, বিশেষ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর।
জেলেনস্কি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিস্তারিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যেখানে ওয়াশিংটন ও মার্কিন কোম্পানিগুলোকে ইউক্রেনের খনিজ সম্পদের ৫০ শতাংশ দেওয়ার শর্ত ছিল। এসব খনিজের মধ্যে রয়েছে গ্রাফাইট, ইউরেনিয়াম, টাইটানিয়াম এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির অন্যতম প্রধান উপাদান লিথিয়াম।
তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও তাদের সামরিক বাহিনীর জন্য স্টারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার মার্কিন বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে জেলেনস্কির বৈঠকে বিষয়টি আবারও আলোচিত হয়। এক সূত্র জানায়, ইউক্রেনকে জানানো হয়েছে যে, খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে না এলে স্টারলিংক সংযোগ বন্ধ হতে পারে।
'ইউক্রেন পুরোপুরি স্টারলিংকের ওপর নির্ভরশীল। এটি বন্ধ হয়ে গেলে বিশাল ধাক্কা লাগবে,' বলেন এক কর্মকর্তা।
স্টারলিংক ইউক্রেনের সামরিক ড্রোন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, যা দেশটির প্রতিরক্ষা কৌশলের অন্যতম অংশ।
আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ গবেষক মেলিন্ডা হারিং বলেন, 'স্টারলিংক বন্ধ হলে এটি যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। ইউক্রেনের ড্রোন সক্ষমতা রাশিয়ার সমান অবস্থানে এসেছে, যা এই সেবার ওপর নির্ভরশীল।'
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যুদ্ধকালীন সহায়তার প্রতিদান হিসেবে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ চেয়েছে, যা জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি।
তবে শুক্রবার জেলেনস্কি জানান, দুই দেশের আলোচকরা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ট্রাম্পও আশা করছেন, শিগগিরই একটি চুক্তি হবে।
২০২২ সালে রাশিয়ার হামলার পর ইলন মাস্ক ইউক্রেনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠান, যা ধ্বংস হওয়া যোগাযোগব্যবস্থার বিকল্প হয়ে ওঠে। তবে পরে তিনি কিয়েভের যুদ্ধনীতির সমালোচনা করে স্টারলিংকের ব্যবহার সীমিত করেছিলেন।