পেন্টাগনে নজিরবিহীন রদবদল, শীর্ষ মার্কিন জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বাহিনী প্রধান এয়ার ফোর্স জেনারেল সি. কিউ. ব্রাউনকে বরখাস্ত করেছেন। পাশাপাশি আরও পাঁচজন জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করা হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান 'রেজিন' কেইনকে মনোনীত করবেন। এর ফলে, প্রথমবারের মতো অবসরে যাওয়া একজন কর্মকর্তাকে আবার ফিরিয়ে এনে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে বসানো হচ্ছে।
এছাড়া, দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেটিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রথম নারী যিনি মার্কিন সামরিক বাহিনীর কোনো শাখার নেতৃত্ব দিয়েছেন। একইসঙ্গে এয়ার ফোর্সের ভাইস চিফ অব স্টাফ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদেরও অপসারণ করা হচ্ছে, যাদের দায়িত্ব ছিল সামরিক আইন ও ন্যায়বিচার নিশ্চিত করা।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের 'আমেরিকা ফার্স্ট' নীতির আওতায় সামরিক বাজেটে বড় পরিবর্তন ও বাহিনীর পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হয়েছে। সাধারণত, যুক্তরাষ্ট্রে প্রশাসন বদলের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক নেতৃত্ব পরিবর্তন হয়, তবে সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে থাকেন।
জেনারেল ব্রাউন ২০২৭ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা ছিল, তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তাকে এই পদ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেয়া হয়েছে। যদিও তার উত্তরসূরিকে এখনো সিনেট অনুমোদন দেয়নি।
ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য, রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড বলেছেন, 'রাজনৈতিক আনুগত্যের পরীক্ষা নেওয়ার জন্য বা বৈচিত্র্য ও লিঙ্গবৈষম্যকে কেন্দ্র করে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হলে, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, যা তাদের মিশন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান সেথ মোল্টন একে 'আমেরিকা, দেশবিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, 'এটি হলো আমাদের সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জ্বলন্ত উদাহরণ।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন