Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 21, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 21, 2025
যে-সব কাজ করলে হয়তো আপনিও জিততে পারবেন নোবেল; বলছে নেচার

আন্তর্জাতিক

কেরি স্মিথ, ক্রিস রায়ান; নেচার
08 October, 2024, 12:10 pm
Last modified: 08 October, 2024, 12:10 pm

Related News

  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’
  • ড. ইউনূসের নোবেলপ্রাপ্তির পেছনে খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা রয়েছে: মো. রুহুল কুদ্দুস
  • নোবেল পুরস্কারসহ ৯ ধরনের পুরস্কারের আয়ে দিতে হবে না কর
  • আহত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল প্রেস ফটো অব দ্য ইয়ার 
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

যে-সব কাজ করলে হয়তো আপনিও জিততে পারবেন নোবেল; বলছে নেচার

নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ‘নোবেল বংশলতিকা’রও একটি ভূমিকা রয়েছে। গ্যাসের ধর্ম নিয়ে কাজের জন্য ১৯০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছিলেন জন ডব্লিউ. স্ট্রাট। এরপর থেকে তার প্রাতিষ্ঠানিক শিষ্য, শিষ্যদের শিষ্য এবং তস্য শিষ্য — সব মিলিয়ে এ পর্যন্ত ২২৮ জন নোবেল পেয়েছেন।
কেরি স্মিথ, ক্রিস রায়ান; নেচার
08 October, 2024, 12:10 pm
Last modified: 08 October, 2024, 12:10 pm
ছবি: রয়টার্স

১৯০১ সালের পর থেকে কেবল যুদ্ধের বছরগুলো বাদে প্রায় প্রতি বছরই পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান — এ তিন শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

৩৪৬টি নোবেল পুরস্কার ও ৬৪৬ জন বিজয়ীর (নোবেল পুরস্কার তিনজন পর্যন্ত একত্রে পেতে পারেন) তথ্য বিশ্লেষণ করেছে নেচার। এর মাধ্যমে এটি দেখার চেষ্টা করেছে নোবেল পুরস্কার পাওয়ার সঙ্গে কী কী বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে।

এখন পর্যন্ত পাঁচজন ব্যক্তি দ্বিতীয়বার নোবেল পেয়েছেন। তারা হলেন ফ্রেডেরিক স্যাংগার, জন বার্ডিন, কে. ব্যারি শার্পলেস, লাইনাস পলিং (২য়টি শান্তিতে) ও ম্যারি কুরি।

তথ্য বিশ্লেষণ করে নেচার বলছে, নোবেল পাওয়ার সবচেয়ে উপযুক্ত বয়স ৫৪। ২৪ জন বিজয়ী এ বয়সে নোবেল জিতেছিলেন। আর এমনিতে নোবেল বিজয়ীদের গড় বয়স ৫৮।

সবচেয়ে তরুণ বয়সে নোবেল জিতেছিলেন লরেন্স ব্র্যাগ। ১৯১৫ সালে মাত্র ২৫ বছর বয়সে পদার্থবিজ্ঞানে এ পুরস্কার পান তিনি। বাবা উইলিয়াম ব্র্যাগের সঙ্গে একত্রে জিতেছিলেন লরেন্স। তাদের কাজ ছিল এক্স-রে ব্যবহার করে ক্রিস্টাল গঠন বিশ্লেষণ নিয়ে।

২০১৯ সালে রসায়নে নোবেল পাওয়া জন বি. গুডেনাফ সবচেয়ে বেশি বয়সে — ৯৭ বছর — নোবেল জিতেছেন। লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করে তিনিসহ মোট তিনজন নোবেল পান।

তথ্য বলছে, নোবেল জেতার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে পুরুষ হলে। আর আপনি যদি নারী হন, তাহলে নোবেল জেতার চেষ্টা করতে পারেন চিকিৎসা বা জীববিজ্ঞানে।

তবে নারী বিজ্ঞানীদের নোবেল পাওয়ার সুযোগ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। পুরো বিশ শতকজুড়ে কেবল ১১টি নোবেল পেয়েছিলেন নারীরা। ২০০০ সালের পর থেকে নারীরা মোট ১৫ বার এ পুরস্কার জেতেন।

নোবেল পাওয়ার যোগ্য কাজ করে ফেলার পর আরও প্রায় দুই দশক অপেক্ষা করতে হয় বলে জানিয়েছে নেচার। তাই গড়ে বয়স ৪০-এর কোঠায় থাকলেই নোবেল পাওয়ার মতো কোনো প্রকল্প নিয়ে কাজ শুরু করে ফেলা ভালো।

সময়ের সঙ্গে সঙ্গে কাজ ও পুরস্কার পাওয়ার মধ্যকার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ১৯৬০-এর আগে কাজ শেষ করার গড়ে ১৪ বছর পর পুরস্কার পাওয়া যেত। কিন্তু ২০১০-এর দশকে পুরস্কৃতদের গড়ে প্রায় ২৯ বছর অপেক্ষা করতে হয়েছিল।

তবে এ অপেক্ষার একটা সীমানা ঠিক করা আছে। মৃত্যুর পর কাউকে নোবেল দেওয়া হয় না।

আর আপনাকে পুরস্কার অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীরা প্রায়ই যৌথভাবে পুরস্কার পেয়েছেন। এ দুই শাখায় ৬৫ শতাংশ পুরস্কার দু-তিনজন একত্রে পেয়েছেন। রসায়নে ৫৫ শতাংশ পুরস্কার এককভাবে পেয়েছেন বিজ্ঞানীরা।

ভবিষ্যতের সম্ভাব্য নোবেল বিজয়ীদের জন্য স্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়।

নোবেল পুরস্কার পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য উত্তর আমেরিকায় জন্ম নেওয়া ও সেখানে বেড়ে ওঠা একটি বড় প্রভাবক বলে বিশ্লেষিত তথ্য ইঙ্গিত করছে।

নোবেল পুরস্কারের প্রায় ৫৪ শতাংশ পেয়েছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। অন্য কোথাও জন্ম নিলে নোবেল বাগানোর সবচেয়ে বড় বিকল্প হলো উত্তর আমেরিকায় গিয়ে বাস করা। ইউরোপের বাসিন্দাদের ক্ষেত্রে এ সুযোগ খানিকটা কম।

নোবেল পুরস্কারের সুযোগ বাড়ানোর আরেকটি দারুণ উপায় হলো যে-সব ব্যক্তি ইতোমধ্যে এ পুরস্কার পেয়েছেন বা ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের গবেষণাগারে কাজ করা। অথবা যে ব্যক্তির মেন্টর নোবেল পেয়েছেন তার ল্যাবেও কাজ করা যেতে পারে।

নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে 'নোবেল বংশলতিকা'রও একটি ভূমিকা রয়েছে। গ্যাসের ধর্ম নিয়ে কাজের জন্য ১৯০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছিলেন জন ডব্লিউ. স্ট্রাট। এরপর থেকে তার প্রাতিষ্ঠানিক শিষ্য, শিষ্যদের শিষ্য এবং তস্য শিষ্য — সব মিলিয়ে এ পর্যন্ত ২২৮ জন নোবেল পেয়েছেন।

স্ট্রাটের ছাত্রদের মধ্যে কেবল একজন, জোসেফ থমসন, ১৯০৬ সালে নোবেল পান। কিন্তু এ থমসন 'নোবেল বংশলতিকা' টেনে নিয়ে গেছেন। তার ছাত্রদের নয়জন পদার্থবিজ্ঞানে এবং দুজন রসায়নে নোবেল পান। পদার্থে নোবেলজয়ীদের একজন ছিলেন তার ছেলে জর্জ প্যাজেট থমসন।

এ ছাত্ররা আবার অন্যদের মেন্টর হিসেবে ছিলেন, যাদের অনেকেই পরবর্তীকালে নিজেরা পুরস্কার জিতেছেন অথবা এমন শিষ্য বানিয়েছিলেন যারা নোবেল জয় করেছেন।

২০২৩ সাল পর্যন্ত বিজ্ঞান ও অর্থনীতিতে নোবেল পাওয়া ৭৩৬ জন বিজয়ীর মধ্যে ৭০২ জন একই অ্যাকাডেমিক পরিবারের অংশ। অর্থাৎ তারা প্রাতিষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট সাধারণসূত্রে কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত।

বড় এ প্রাতিষ্ঠানিক বংশের সঙ্গে কোনো সম্পর্ক নেই কেবল ৩২ জন নোবেলবিজয়ীর।

এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো, জ্ঞান থেকে জ্ঞানের জন্ম হয়। আবার এমনও হতে পারে, আগের বিজয়ীরা তাদের ছাত্র বা বৈজ্ঞানিক উত্তরসূরিদের মনোনয়ন দিয়েছিলেন।

নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিজ্ঞানীদের মনোনীত হতে হয়। আর তাদেরকে কারা মনোনয়ন দিতে পারবেন, সেটা ঠিক করে নোবেল কমিটি।

যথাযথ মেন্টর নির্বাচনের পাশাপাশি নোবেল পুরস্কারের সুযোগ বাড়ানো সম্ভব নির্দিষ্ট কিছু গবেষণা শাখায় কাজ করে।

১৯৯৫ খেকে ২০১৭ সাল পর্যন্ত দেওয়া ৬৯টি নোবেল পুরস্কারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অল্প কয়েকটি ডিসিপ্লিনেই বেশি পুরস্কার পেয়েছেন বিজ্ঞানীরা।

এসব পুরস্কারের অর্ধেকের বেশি দেওয়া হয়েছিল কেবল পাঁচটি বিষয়ে।

এসব পরিসংখ্যানের বিষয়ে জানতে চাইলে বিজ্ঞানে নোবেল দেওয়া কমিটি নেচারকে জানিয়েছে, যেকোনো প্রবণতার কারণ দেখার ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা থাকতে পারে।

নোবেল কমিটির সদস্যরা 'পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা চিকিৎসাক্ষেত্রে লিঙ্গ, জাতীয়তা ও কাজের ক্ষেত্রের সাপেক্ষে মনোনয়ন বাড়ানোর লক্ষ্যে মনোনয়ন প্রক্রিয়ার উন্নয়ন ঘটাতে নিরন্তর কাজ করে যাচ্ছেন'।

আরেকটি শেষ উপায় হতে পারে নিজের নাম বদলে ফেলা। ৬৪২ জন পুরস্কারজয়ীর মধ্যে ৬৯ জনের ডাকনাম জে দিয়ে এং ৬২ জনের এ দিয়ে শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

নোবেল / নোবেল পুরস্কার / পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (বামে), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ডানে)। ছবি: সংগৃহীত
    ৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোলাজ: টিবিএস
    শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই
  • চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত

Related News

  • এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’
  • ড. ইউনূসের নোবেলপ্রাপ্তির পেছনে খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা রয়েছে: মো. রুহুল কুদ্দুস
  • নোবেল পুরস্কারসহ ৯ ধরনের পুরস্কারের আয়ে দিতে হবে না কর
  • আহত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল প্রেস ফটো অব দ্য ইয়ার 
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

2
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (বামে), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ডানে)। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই

3
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

4
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net