সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কানে গুলির ঘটনার রুদ্ধশ্বাস কিছু সময়

সিক্রেট সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাটলারে রবিবার (১৪ জুলাই) ভোর সোয়া ৪টায় (স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টা) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ চলাকালে এক যুবক মঞ্চ লক্ষ্য করে 'একাধিক গুলি' ছুড়েছে।
ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে আনা হয়, এসময় তার ডান কানের চারপাশে রক্ত দেখা যায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আমার ডান কানের উপরের অংশ ভেদ করে একটি গুলি বের হয়ে গেছে।'
ট্রাম্পকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিক্রেট সার্ভিস জানায়, বর্তমানে তিনি 'নিরাপদে' আছেন।
বাটলার টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের স্পেশাল এজেন্ট কেভিন রোজিক বলেন, 'আজ সন্ধ্যায় আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে।'
নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, 'বন্দুকধারী আটটি গুলি ছুড়েছে।'
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের সদস্যরা অভিযুক্ত বন্দুকধারীকে হত্যা করেছে।
এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, নিহত ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রুকস (২০)।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনও তার হামলা করার কারণ জানার চেষ্টা করছে।
তবে কীভাবে বন্দুকধারীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সিক্রেট সার্ভিস। এছাড়া তার কোনো সহযোগী ছিল কি না তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলির ঘটনা সম্পর্কে যা জানা গেছে
সাবেক প্রেসিডেন্টের ওপর গুলি
গোলাগুলি শুরু হওয়ার পরপর সমাবেশের জনতা চিৎকার চেঁচামেচি শুরু করেন, ট্রাম্প তাৎক্ষণিক তার জায়গা থেকে সরে যান। এরপর সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে মঞ্চ থেকে নামিয়ে নেন। গাড়িতে ওঠার সময় তার মুখ ও ডান কান দিয়ে রক্ত ঝরছিল, এসময় ট্রাম্প জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন।
ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার আঘাত বা শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেননি।
ওই রাতেই সাবেক প্রেসিডেন্টের এক সহযোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।
এতে দেখা যায়, ট্রাম্পকে বহনকারী বিমানটি নিউ জার্সিতে অবতরণের পর তিনি কারো সহযোগিতা ছাড়াই বিমান থেকে নামছেন। তেবে ক্যামেরায় তার আহত কান দেখানো হয়নি।
ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি জানিয়েছে, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া মিলওয়াকিতে রিপাবলিকান কনভেনশনে যোগ দেবেন সাবেক এই প্রেসিডেন্ট।
সন্দেহভাজন বন্দুকধারী
সিক্রেট সার্ভিস জানিয়েছে, বন্দুকধারী 'সমাবেশস্থলের বাইরের উঁচু স্থান থেকে' গুলি চালান।
বন্দুকধারী নিহত এক শ্বেতাঙ্গ যুবকের কাছ থেকে একটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তা।
ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস তাদের জাতীয় আগ্নেয়াস্ত্র ক্রয়ের ডাটাবেজ ব্যবহার করে অস্ত্রটির ব্যাপারে জরুরি অনুসন্ধান চালাচ্ছে।

হতাহতের ঘটনা
বাটলার কাউন্টি শেরিফ মাইকেল টি স্লুপ বলেন, নিহত ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং সম্ভবত তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে সমাবেশে অংশ নিয়েছিলেন।
হাসপাতালের মুখপাত্র ড্যান লরেন্ট জানান, গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে পিটসবার্গের অ্যালেগেনি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সমাবেশে আহত হওয়া দর্শকদের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি।
ঘটনাক্রম
শনিবার পিটসবার্গ থেকে প্রায় ৩৪ মাইল উত্তরে ১৩ হাজার বাসিন্দার শহর বাটলারের বাটলার ফার্ম শো প্রাঙ্গণে ট্রাম্প এক বিশাল সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানেই শ্বাসরুদ্ধকর এই গুলির ঘটনা ঘটেছে।
ট্রাম্প বক্তৃতা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গুলির শব্দ শোনা যায়।
উপস্থিত লোকজন চিৎকার করে বলতে থাকেন, 'নেমে আসুন, নেমে যান', 'গুলির শব্দ হয়েছে'।
সিক্রেট সার্ভিস দ্রুত সমাবশেস্থল খালি করে ফেলে এবং ওই স্থানকে ক্রাইম স্পট বলে সংরক্ষিত ঘোষণা করে। সমাবেশের জনতা ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ট্রাম্পের কিছু সমর্থক একে অপরের হাত ধরে প্রার্থনা করেন এবং তারপর সমবেত কণ্ঠে 'ইউএসএ' নাম জপতে থাকেন!
প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের নেতৃবৃন্দ এবং বিশ্ব নেতারা এই বন্দুক হামলার ঘটনাকে গণতন্ত্রের প্রতি অবমাননা বলে জোরালো নিন্দা জানিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ট্রাম্পকে দ্রুত উদ্ধার করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, 'আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।'
পরে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
বাইডেনের প্রচারণা শিবির জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর রাজনীতিকে একপাশে সরিয়ে রাখার লক্ষণ হিসেবে তারা টেলিভিশন থেকে নির্বাচনী বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের প্রতি 'এই মুহূর্তটিকে রাজনৈতিক শিষ্টাচার ও শ্রদ্ধার প্রতি আরও একবার একনিষ্ট হওয়ার পুনঃপ্রতিশ্রুতি করার' আহ্বান জানিয়েছেন।
রিপাবলিকানরাও সহিংসতার নিন্দা জানিয়েছেন।
কেন্টাকির সিনেটর মিচ ম্যাককনেল বলেন, 'শান্তিপূর্ণ সমাবেশে ঘৃণ্য হামলার থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ থাকায় আজ রাতে সকল আমেরিকান আনন্দিত।'
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার ঘটনায় তিনি মর্মাহত'।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এ ঘটনায় মর্মাহত জানিয়ে বলেছেন, 'আমাদের সমাজে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।'
সিক্রেট সার্ভিস কী?
সিক্রেট সার্ভিস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ফেডারেল আইন-প্রয়োগকারী সংস্থা। এটি জালিয়াতি এবং অন্যান্য আর্থিক অপরাধ সংশ্লিষ্ট ফৌজদারি তদন্ত করে থাকে।
১৮৬৫ সালের ১৪ এপ্রিল প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর হাতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে সংস্থাটি প্রতিষ্ঠা করেন ।
তবে ১৯০১ সালে মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে হত্যার পরে সংস্থাটি জাতীয় নেতা, তাদের পরিবার এবং সফরকারী গণ্যমান্য ব্যক্তিদের প্রধান প্রতিরক্ষামূলক পরিষেবা সরবরাহের দায়িত্ব পালন শুরু করে।