মক্কায় হজের সময় তীব্র তাপমাত্রা; হজ পালনের সময় অন্তত ৫৫০ জনের মৃত্যু

চলতি বছরের হজের সময় কমপক্ষে ৫৫০ জন হজযাত্রী মারা গেছেন। এক্ষেত্রে তীব্র তাপমাত্রাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কূটনৈতিকদের বরাত দিয়ে এএফপি জানায়, মৃতদের মধ্যে অন্তত ৩২৩ জন মিশরীয় নাগরিক। এক কূটনৈতিক বলেন, "তাদের সকলেই (মিশরীয়দের) তাপমাত্রার কারণে মারা গিয়েছিল। শুধু একজন ভিড়ের মধ্যে মারাত্মক আহত হয়েছিল।"
এদিকে অন্তত ৬০ জনের মতো জর্ডানের হজযাত্রী মারা গেছেন। যদিও গতকাল (মঙ্গলবার) আম্মানের পক্ষ থেকে যে ৪১ জন নিহতের কথা বলা হয়েছিল; পরবর্তীতে যা বৃদ্ধি পেয়েছে।
এক্ষেত্রে এএফপি কাছে থাকা তথ্য অনুযায়ী, এবারের হজে মৃতের সংখ্যা ৫৭৭ ছাড়িয়েছে। তবে কূটনৈতিকরা জানান, মক্কার অন্যতম বৃহত্তম আল-মুয়াইসেমের মর্গে মোট ৫৫০ জনের মরদেহ রয়েছে।
এর আগে গতকাল (মঙ্গলবার) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজের সময় নিখোঁজ মিশরীয়দের খোঁজে কায়রোর পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ তীব্র তাপে অসুস্থ হয়ে পড়া দুই হাজারেরও বেশি হজযাত্রীর চিকিৎসার কথা জানিয়েছে। কিন্তু গত রবিবার থেকে এই পরিসংখ্যান আর আপডেট করা হয়নি এবং মৃত্যুর বিষয়েও তথ্য দেওয়া হয়নি।
গত বছর সবমিলিয়ে অন্তত ২৪০ জন তীর্থযাত্রী হজে মৃত্যুবরণ করেছিলেন। যাদের মধ্যে বেশিরভাগ ছিল ইন্দোনেশিয়ান।
সৌদিতে প্রতি দশকে গড়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে করে সময়ের সাথে সাথে তীর্থযাত্রীদের হজ পালন বাধাগ্রস্ত হচ্ছে। সৌদি আবহাওয়া অফিস জানায়, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।
মক্কার বাইরে মিনায় এএফপি সাংবাদিকরা গত সোমবার তীর্থযাত্রীদের মাথায় বোতল থেকে পানি ঢালতে দেখেছেন। একইসাথে স্বেচ্ছাসেবকরা ঠান্ডা পানি ও চকলেট আইসক্রিম সরবরাহ করছিলেন।
সৌদি কর্মকর্তারা তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পরিমাণে পানি পান করার নির্দেশনা দিয়েছিলেন। একইসাথে দিনের সবচেয়ে গরম সময়ে সূর্যের সংস্পর্শ এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছিল। তবে গত শনিবার আরাফাত পর্বতে অনুষ্ঠিত প্রার্থনাসহ হজের বেশকিছু আচার-অনুষ্ঠান দিনের বেলায় বাইরে থেকেই ঘণ্টার পর ঘণ্টা পালন করতে হয়।
সৌদি কর্তৃপক্ষের হিসেব মতে, চলতি বছর হজে প্রায় ১৮ লাখ মানুষ অংশ নিয়েছে। যাদের মধ্যে ১৬ লাখ মানুষই বিভিন্ন দেশ থেকে এসেছে।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ বিন আব্দুল রহমান আল-জালাজেল গতকাল (মঙ্গলবার) বলেন, "হজকে ঘিরে যে স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগের বড় প্রাদুর্ভাব ও অন্যান্য জনস্বাস্থ্যের হুমকি প্রতিরোধ করা গেছে।"
এদিকে সৌদি প্রেস এজেন্সি জানায়, ভার্চুয়াল হাসপাতাল পরিষেবার মাধ্যমে ৫,৮০০ জন তীর্থযাত্রীকে পরামর্শ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই তীব্র তাপমাত্রার কারণে অসুস্থ বোধ করছিলেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান