প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা

সকল ধরনের ক্যান্সারের প্রায় অর্ধেকই স্থূলতার সাথে সংশ্লিষ্ট। প্রায় ৪১ লাখ প্রাপ্তবয়স্ক নাগরিকের ৪০ বছরের স্বাস্থ্য সম্পর্কিত ডেটা পর্যালোচনা করে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণা ফলাফলটি ভেনিসে 'ইউরোপিয়ান কংগ্রেস অন ওবিসিটি'-তে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এতে দেখা যায়, অতিরিক্ত ওজন প্রায় ৩০ ধরনের রোগের কারণ হতে পারে। এই ফলাফলটিকে বিশেষজ্ঞরা 'অভূতপূর্ব' বলে উল্লেখ করেছেন; যা ভবিষ্যতে আলোড়ন তৈরি করতে পারে।
এদিকে যুক্তরাজ্য সরকার স্থূলতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। দেশটির স্বাস্থ্য সচিব ভিক্টোরিয়া এটকিনস জানান, সরকার স্থূলতা মোকাবিলায় 'শক্তিশালী পদক্ষেপ' নিচ্ছে। তিনি বলেন, "আমি চাই আমরা সবাই যাতে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবন-যাপন করতে সক্ষম হই।"
গবেষণাটি করেছে সুইডেনের মালমোতে অবস্থিত লান্ড ইউনিভার্সিটি। যেখানে নমুনাদের ওজন ও জীবনযাত্রা নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে নমুনার ৩৩২,৫০০ জনের ক্যান্সার শনাক্ত করা হয়েছিল। এক্ষেত্রে ৪০ শতাংশ ক্ষেত্রে অতিরিক্ত ওজন এবং ক্যান্সারের একটি যোগসূত্র রয়েছে বলে মনে হয়েছে।
ইউকেতে বার্ষিক গড়ে ৩৯০,০০০ ক্যান্সার শনাক্ত হয়। গবেষণা অনুযায়ী যার মধ্যে প্রায় ১৫০,০০০ স্থূলতার সাথে যুক্ত। এক্ষেত্রে গবেষকরা স্থূলতার সাথে ৩২ ধরনের ক্যান্সারের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন।
এর আগে আন্তর্জাতিক আরেক গবেষণায় অন্ত্র, স্তন, গর্ভ ও কিডনিসহ মোট ১৩ ধরনের ক্যান্সার শনাক্ত করা হয়েছিল; যা অতিরিক্ত ওজন বা স্থূলতার সাথে সংশ্লিষ্ট। নতুন সমীক্ষায় দেখা গেছে যে, বডি মাস ইনডেক্স (বিএমআই) পাঁচ পয়েন্ট বৃদ্ধি পুরুষদের জন্য ২৪ শতাংশ এবং নারীদের জন্য ১২ শতাংশ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
বিএমআইয়ের ঐ একই পরিমাণ বৃদ্ধি স্বাস্থ্যকর ওজনের কাউকে স্থূললতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। যা আরও ১৯টি ক্যান্সারের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। এতে করে ক্যান্সারের ঝুঁকি পুরুষদের ১৭ শতাংশ এবং নারীদের ১৩ শতাংশ বেড়ে যেতে পারে৷ এই ক্যান্সারগুলির মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক টিউমার, পিটুইটারি গ্রন্থির ক্যান্সার, পেনিস ক্যান্সার ইত্যাদি।
গবেষকেরা বলেন, "গবেষণার এই ফলাফলগুলির জনস্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই গবেষণায় সমস্ত ক্যান্সারের মধ্যে ২৫ শতাংশই স্থূলতার সাথে যুক্ত। আর স্থূলতার কারণে সম্ভাব্য ক্যান্সারের ঝুঁকি ৪০ শতাংশ। অতএব, স্বাভাবিক ওজন বজায় রেখে ক্যান্সার উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ করা যেতে পারে।"
ক্যান্সার রিসার্চ ইউকে-এর পূর্বাভাস বলছে, যুক্তরাজ্যে ২০৪০ সালের মধ্যে প্রায় ৮ হাজার ক্যান্সারের ঘটনা এড়ানো যেতে পারে যদি ২০৩০ সালের মধ্যে যাদের ওজন বেশি এবং স্থূল তাদের মধ্যে ১০ শতাংশ বিএমআই ক্যাটাগরি নামিয়ে আনেন।
ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ওবেসিটির প্রেসিডেন্ট অধ্যাপক জেসন হ্যালফোর্ড বলেন, "এটি একটি সত্যিই শক্তিশালী ও বড় আকারের বিশ্লেষণ। বরাবরের মতো এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন। ক্যান্সার ও স্থূলতার মধ্যে যোগসূত্রের গবেষণা নিয়ে অনেকের সন্দেহ ছিল। এক্ষেত্রে স্থুলতার যে আগের প্রমাণের চাইতেও আরও অনেক বেশি ক্যান্সারের ঝুঁকির কারণ হতে পারে সেটি উঠে এসেছে।"
ওবেসিটি হেলথ অ্যালায়েন্সের ডিরেক্টর ক্যাথেরিন জেনার বলেন, "গবেষণার ফলাফলগুলি বেশ পরিষ্কার। আমরা যদি স্থূলতা প্রতিরোধ করতে পারি তবে আমরা অনেক ধরনের খাদ্য-সম্পর্কিত ক্যান্সার প্রতিরোধ করতে পারবো।"
গবেষণার মুখ্য গবেষক ডা. মিং সান বলেন, "আমাদের অনুসন্ধান থেকে পাওয়া যায়, ক্যান্সারের উপর স্থূলত্বের প্রভাব পূর্বের অনুমানের চেয়ে বেশি হতে পারে। কারণ এটি আরও বিরল ধরনের ক্যান্সারের ঝুঁকির কারণ। এই ক্যান্সারগুলোর মধ্যে কয়েকটি কদাচিৎ কিংবা আগে কখনও স্থূলতার সাথে সম্পর্কিত করে গবেষণা করা হয়নি।"
ক্যান্সার রিসার্চ ইউকে-এর প্রিভেনশন পলিসির সিনিয়র ম্যানেজার বলেন, "মানুষ ক্যান্সারের ঝুঁকি কমাতে অনেক কিছুই করতে পারে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যকর ওজন রাখা এটি কমানোর অন্যতম উপায়। একইসাথে অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে ধূমপান না করা, রোদে নিরাপদ থাকা, স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়া এবং অ্যালকোহল পরিমাণ কমানো ইত্যাদি।"
অনুবাদ: মোঃ রাফিজ খান