রুশ এফএসবি প্রধানের দাবি মস্কো হামলার পেছনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেন জড়িত: তাস
যদিও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ।ফাইল ছবি: পাভেল গোলোভকিন / পুল ভায়া রয়টার্স
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ মঙ্গলবার বলেছেন, মস্কোর কনসার্ট হলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেনের হাত রয়েছে।
ইউক্রেন রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে।
যদিও এর আগেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।
পশ্চিমা দেশগুলো জানিয়েছে তাদের গোয়েন্দা তথ্যানুযায়ী, ইসলামিক স্টেটের আফগান শাখা আইএসআইএস-কে এই হামলার জন্য দায়ী।