ধর্মঘটে বর্জ্য সংগ্রহকারীরা, ‘বিড়ালের চেয়েও বড় ইঁদুর’ ঘুরে বেড়াচ্ছে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহরের রাস্তায়
বার্মিংহামের রাস্তায় প্রায় ১৭ হাজার মেট্রিক টন বর্জ্য জমে আছে। টিমস সিএনএন-কে বলেন, “গন্ধটা একেবারে অস্বাভাবিক। এসব আবর্জনায় থলে ভর্তি পচা খাবার এবং আশেপাশে এসবের গন্ধে পোকা-মাকড় এসে পড়েছে।”