গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

টানা তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। আহত হয়েছে ৬০ হাজার ৮০০ জনেরও বেশি। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা এ খবর জানিয়েছে।
ওয়াফা জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরো ১৩২ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১০০ জন।
গতকাল গাজা থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকিয়ে দেয়। আলজাজিরা রকেট হামলা ঠেকিয়ে দেওয়ার কিছু ছবি প্রকাশ করেছে।
জাতিসংঘের মতে, গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকষ্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একইসাথে তারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে। জবাবে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েল৷
গাজায় চলমান যুদ্ধ ১০০ দিন অতিক্রম করেছে। আর বিশ্বের নানা প্রান্তে এই যুদ্ধের বিরোধিতা করে পথে পথে চলছে প্রতিবাদ। একইসাথে এসব বিক্ষোভে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।