রাশিয়ার সাথে অত্যাধুনিক সুখই-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান

চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখই-৩৫ যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করেছে ইরান। এ চুক্তির আওতায়, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনা হবে।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ।
সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে উভয় দেশের মধ্যে যে সামরিক সহযোগিতার উন্নয়ন ঘটেছে– এটি তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাহদি ফারাহি তাসনিমকে বলেন, এসব আকাশযান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। দ্রুততর সময়ের মধ্যে এগুলো ইরানের হাতে আসবে, এই প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে।
তবে তাসনিমের প্রতিবেদনে রুশ সরকারের কোনো সূত্রের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার তথ্য উল্লেখ করা হয়নি।
ইরানের হাতে মাত্র কয়েক ডজন আধুনিক যুদ্ধোপযোগী জঙ্গিবিমান আছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে এর বেশিরভাগই কেনা হয়। পরে ১৯৯০ এর দশকে মিগ-২৯ এর মতোন কিছু রাশিয়ান যুদ্ধবিমানও কেনে তেহরান।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তেহরান দীর্ঘদিন ধরে সর্বাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য যুদ্ধাস্ত্র কিনতে পারেনি। তবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকরের পর সে অবস্থার পরিবর্তন ঘটেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েও সাহায্য করেছে ইরান।
ইরান এর আগে স্থানীয়ভাবেও যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নেয়। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাওসার ফাইটার বিমান বাহিনীর জন্য উৎপাদন শুরুর কথা ২০১৮ সালেই জানায় দেশটি।
তবে সামরিক বিশেষজ্ঞরা উল্লেখ করেন, এটি ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৫ নামক যুদ্ধবিমানের পুরোপুরি অনুকরণ। যা খুব একটা সক্ষমতা বাড়াবে না ইরানের।