‘শান্ত হোন, ভালোভাবে ঘুমান অথবা নিজেদের সমস্যাগুলো মেটান’: ইইউ নেতাদের পুতিন

ন্যাটোতে রাশিয়া হামলা করতে পারে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা অনবরত এমন 'অর্থহীন মন্ত্র' জপ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরিবর্তে তাদের নিজেদের সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি।
গেল বৃহস্পতিবার সোচিতে ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় দেওয়া ভাষণে পুতিন এ ধারণাটিকে 'অকল্পনীয়' বলে অভিহিত করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা যদি সত্যিই এমনটা বিশ্বাস করে থাকেন, তাহলে তারা হয় 'অযোগ্য', অথবা তারা নিজেরা বিশ্বাস না করেও জনগণকে ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করার কারণে 'অসৎ'।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক ও আর্থিক সমস্যার দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, 'সত্যি বলতে, আমি শুধু এটুকুই বলতে চাই: আপনারা শান্ত হোন, ভালোভাবে ঘুমান, অথবা নিজেদের সমস্যাগুলোর সমাধান করুন।'
ইউরোপের বেশ কয়েকটি দেশ, বিশেষ করে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো আশঙ্কা প্রকাশ করে আসছে যে, রাশিয়া যদি ইউক্রেনে জয়ী হয়, তবে তারা তাদের সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলোতেও হামলা চালাতে পারে।
রুশ কর্মকর্তাদের মতে, এসব দেশ রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের জুজু দেখিয়ে নিজেদের সামরিকীকরণকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে।