যুবদল পরিচয়ে প্রয়াত বিএনপি নেতা দেলোয়ারের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ, মামলা নিচ্ছে না পুলিশ

বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেনের আত্মীয়রা অভিযোগ করেছেন যে, যুবদল পরিচয় দেওয়া কিছু ব্যক্তি তাদের কাছে টাকা চাঁদা দাবি ও হুমকি দিয়েছেন। তবে পুলিশ এখনও মামলা নিবন্ধন করেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা কর্তৃপক্ষের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা শুক্রবার (৩ অক্টোবর) দেলোয়ারের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন এবং মোহাম্মদ বাজারের আবাসনে পরিবারের এক সদস্যকে বন্দি করে রাখেন।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু বলেন, 'আমরা চাঁদাবাজির অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করছি। সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মামলা নিবন্ধন করা হবে এবং তারপরে গ্রেফতারি অভিযান চলবে।'
খন্দকার দেলোয়ারের বৌতুল্য তানজিল হামিদ মিতুল সাংবাদিকদের বলেছেন যে, তার বড় বোন শারমিন ওয়াদুদ নিপা শুক্রবার মোহাম্মদ বাজারের গ্রিনওয়ে এলাকার ফ্ল্যাটে চাঁদাবাজদের দ্বারা জিম্মি ছিলেন।
ঘটনার দিনই দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, শওন, হাবিব, সাজিদ ও সানির নাম উল্লেখ করে চারজন ব্যক্তি নয়াটোলা, মোহাম্মদ বাজারের নিপার ফ্ল্যাটে প্রবেশ করে টাকা দাবি করেন এবং ফ্ল্যাট খালি না করলে তাকে হত্যা করার হুমকি দেন।
তিনি বলেন, 'তারা এক লাখ টাকা দাবি করে। যেহেতু বাড়িতে টাকা ছিল না, তারা আমাদের কাছাকাছি সিটি ব্যাংক বুথ থেকে ৮০ হাজার টাকা উঠাতে বাধ্য করেছিল এবং বাকি ২০ হাজার টাকার একটি চেক নিয়েছিল।'
মিতুল অভিযোগ করেন, চারজনের মধ্যে একজন শাওন নিজেকে যুবদলের হাতিরঝিল থানা ইউনিটের নেতা হিসেবে পরিচয় দিয়েছিল, আর অন্যজন হাবিব দাবি করেছিলেন যে তিনি ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক।
তিনি আরও বলেন, 'তারা অস্ত্রের মুখে আমাদের হুমকি দিয়েছিল এবং আমার বোনকে ফ্ল্যাট খালি করতে বা মেরে ফেলার হুমকি দিয়েছিল।'
মিতুল বলেন, ওই ব্যক্তিরা শনিবার রাত (৪ অক্টোবর) আবারও হুমকি দিয়েছিল এবং তার বোনকে আগামী মাসের মধ্যে ফ্ল্যাট খালি করতে বলেছিল।
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক জানান, অভিযুক্ত ব্যক্তিরা সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে নেই।
তিনি আরও বলেন, 'অভিযুক্তরা যুবদলের কর্মী নাকি সমর্থক, তা এখনও নিশ্চিত নয়। আমরা বিষয়টি যাচাই করছি। এই ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। অভিযোগ প্রমাণিত হলে দল দ্রুত ব্যবস্থা নেবে। যুবদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।'