গাড়ির শোরুমে হামলা-চাঁদাবাজির প্রতিবাদে মানবন্ধন; ব্যবস্থা না নিলে রাজস্ব প্রদান বন্ধের হুমকি

রাজধানীর বিভিন্ন গাড়ি শোরুমে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ও শোরুম মালিকরা।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ করে রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড়ে এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন শোরুম মালিকরা।
সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি আবদুল হক বলেন, 'রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। ইতিমধ্যে ১২টি শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলাকারীরা প্রকাশ্যে ফোন করে হুমকি দিচ্ছে, চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না।'
তিনি আরও বলেন, 'আমরা জানি, পুলিশ ও র্যাব ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তাই বাধ্য হয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি ৩০ অক্টোবরের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা বাধ্য হয়ে সারা দেশে গাড়ি ছাড়, রেজিস্ট্রেশন ফি ও রাজস্ব প্রদান বন্ধ রাখব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

বারভিডা সভাপতি বলেন, 'এই সেক্টর থেকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। লাখ লাখ মানুষ এই খাতের সঙ্গে জড়িত। তাদের জীবিকা এখন হুমকির মুখে। আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে অনুরোধ করছি, যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।'
আবদুল হক আরও বলেন, 'আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী নই। আমরা সেই উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করি, যারা নিজেদের শ্রম ও অর্থ দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের এই অবস্থান শুধু ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য নয়, বরং দেশের অর্থনীতির স্বার্থে।'