ইসরায়েলি ট্যাংক বহরে হামলার দাবি হামাসের
ফিলিস্তিনের গাজা সিটির উপকণ্ঠে এখন ইসরায়েলি বাহিনী। বিমান হামলা ও গোলাবর্ষণের সহায়তায় গতকাল সোমবারেই সালাহউদ্দিন সড়কে ঢুকে পড়ে ট্যাংকগুলো। তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, উত্তরপশ্চিম গাজার দিকে অগ্রসর হওয়া বেশকিছু ট্যাংকের ওপর তারা আক্রমণ করেছে।
ইসরায়েলি বিমান গাজায় কার্পেট বম্বিং করছে। এরমধ্যেই হামাস-সহ গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে প্রচণ্ড লড়াই হচ্ছে ইসরায়েলি সেনাদের।
মঙ্গলবার গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের কাছাকাছি তৃতীয়বারের মতোন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সোমবার তুরস্ক-ফিলিস্তিন মৈত্রী হাসপাতাল হামলা করা হয়।
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে গত ২৫ দিনে সাড়ে ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। আর ইসরায়েলে নিহতের সংখ্যা ১,৪০০ জনেরও বেশি।
