গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে
ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। গাজা শহরে হওয়া এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন তিনি।
আশরাফ আল-কুদরা জানান, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলিদের বিমান হামলায় এখনো পর্যন্ত ৬৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন। একইসাথে ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স।
"ইতিমধ্যেই ১২টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা। আমরা ভয় পাচ্ছি জ্বালানির অভাবে আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেকগুলো কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে।"
"আহতদের মধ্যে ৭০ শতাংশই শিশু, নারী এবং বৃদ্ধ। এছাড়া আরও ১,৫৫০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এদের মধ্যে ৮৭০ জনই শিশু," যোগ করেন আল-কুদরা।
"ইসরায়েলিরা ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর লক্ষ্য করে এ হত্যাযজ্ঞ চালিয়েছে। যার ফলে মারা গিয়েছে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী এবং ৭৮ জন বৃদ্ধ।"
