গাজায় আমার পরিবারের কাছে ১০০ মানুষের জন্য ৬ বোতল পানি আছে: স্কটিশ ফার্স্ট মিনিস্টার
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ জানিয়েছেন, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের মধ্যে গাজায় তার পরিবারের পানির মজুত ফুরিয়ে এসেছে। গাজায় আটকা পড়া তার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা 'নির্যাতনের' মধ্যে বসবাস করছেন বলেও জানান তিনি।
বন্যাক্রান্ত ব্রেকিন শহর সফরকালে হামজা ইউসুফ সাংবাদিকদের বলেন, তার শাশুড়ি তাকে জানিয়েছেন, তারা ১০০ জন মানুষ মিলে একটি বাড়িতে থাকছেন। তাদের সঙ্গে দুই মাস বয়সি একটি শিশুও আছে। ১০০ জন মানুষের পান করার জন্য সুপেয় পানির বোতল আছে মাত্র ১০০টি।
ব্রেকিনে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময়ই স্কটিশ ফার্স্ট মিনিস্টারকে ফোনে কথা বলতে দেখা যায়। পরে তিনি জানান, তার শাশুড়ির কাছ থেকে ওই ফোনকল এসেছিল।
হামজা ইউসুফ বলেন, আমার শ্বশুর-শাশুড়ি জানেন না তারা এক রাত পার করার পর দ্বিতীয় রাত দেখতে পারবেন কি না।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার সময় ইউসুফের শ্বশুর-শাশুড়ি গাজা সফররত ছিলেন। এরপর তারা সেখানে আটকা পড়েন।
গাজার বেসামরিক নাগরিকদের নিরাপদে বের করে আনতে যুক্তরাজ্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য একাধিকবার আহ্বান জানিয়েছেন হামজা ইউসুফ।
হামজার স্ত্রী নাদিয়ার বাবা-মা ম্যাগেড ও এলিজাবেথ এল-নাকলা তাদের অসুস্থ আত্মীয়কে দেখতে গাজা গিয়েছিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ করে হামাস। এতে প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে।
জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত শিশুসহ প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
