শীর্ষ মার্কিন জেনারেল: ইউক্রেন থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়া লম্বা সময়ের ব্যাপার হবে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ জেনারেল মার্ক মিলে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দ্রুত কোনো ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্যদের বিতাড়িত করা 'খুবই কঠিন' এবং এতে 'লম্বা সময় লাগবে'।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে; এরপরে দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। মস্কোর অযৌক্তিক শর্তাবলীর কথা উল্লেখ করে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সবচেয়ে ভালো হবে নিজেদের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সৈন্য বিতাড়িত করতে পারলে।
কিন্তু চলতি মাসের শেষে জয়েন্ট চীফ অব স্টাফ-এর চেয়ারম্যানের পদ থেকে অবসর নিতে যাওয়া মার্ক মিলে বলেছেন, ইউক্রেনের সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়, অন্তত দেশটির বর্তমান 'কাউন্টার-অফেন্সিভ' কৌশলের দ্বারা তা সম্ভব নয়।
রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলে বলেন, "বর্তমানে রুশ-অধিকৃত ইউক্রেনে প্রায় ২০০,০০০ রুশ সেনা রয়েছে। এই কাউন্টার-অফেন্সিভ যদিও তাৎপর্যপূর্ণ এবং এর অপারেশনাল ও কৌশলগত উদ্দেশ্য রয়েছে যা সীমিত... যদি তা নাও হয়- এমনকি যদি তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে অর্জিতও হয় - তবুও তারা সব রাশিয়ান সৈন্যকে ইউক্রেন থেকে বিতাড়িত করতে পারবে না, যা দীর্ঘমেয়াদে জেলেনস্কির কৌশলগত উদ্দেশ্য ছিল।"
"ইউক্রেনের সেই লক্ষ্য অর্জন করতে সময় লাগবে। লম্বা সময় ধরে কার্যকরী প্রচেষ্টার প্রয়োজন হবে", যোগ করেন তিনি।
যুদ্ধের নানা পরিবর্তনশীল প্রেক্ষাপট বিবেচনায় সুনির্দিষ্টভাবে কতদিন সময় লাগবে তা বলতে অস্বীকৃতি জানান তিনি।
মিলে বলেন "আমি এটুকু বলতে পারি যে রুশ-অধিকৃত ইউক্রেন থেকে এই দুই লাখের অধিক সৈন্য বিতাড়িত করতে লম্বা সময় লেগে যাবে। এই লক্ষ্য অর্জনে সফল হওয়া খুবই কঠিন হবে"।
ইউক্রেনের বহুল প্রতীক্ষিত কাউন্টার-অফেন্সিভ যুদ্ধকৌশল খুব কমই সফল হয়েছে। দেশের পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের বিরুদ্ধে খুবই ধীর অগ্রগতি লাভ করেছে কিয়েভের সেনারা। বিষয়টি তাদের পশ্চিমা মিত্রদের চিন্তার কারণ হয়ে উঠেছে। মার্ক মিলে এর আগেও বলেছেন, যুদ্ধে সাফল্য পেতে হলে ইউক্রেনকে ধৈর্য ধরতে হবে।
গত জুলাইয়ে মিলে বলেছিলেন, "এটা লম্বা সময় ধরে চলবে, কাজটা খুবই কঠিন হবে এবং প্রচুর সহিংসতা দেখা যাবে। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, তারা ব্যর্থ নয়।"
"এখানে সৈন্যরা সত্যিকারের যুদ্ধ লড়ছে। সত্যিকারের হাতিয়ার নিয়ে যুদ্ধ করছে, ল্যান্ডমাইন অপসারণ করছে এবং সৈন্যরা যুদ্ধে মারা যাচ্ছে। যখন এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন টিকে থাকার জন্য, এই কঠিন পরিস্থিতি পেরিয়ে আসার জন্য ইউনিটের গতি এমনিতেই ধীর হয়ে যায়", বলেন তিনি।
মার্ক মিলে এর আগে বলেছিলেন, শীত আসার আগে রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র এক মাসের মতো সময় আছে।